Notification texts go here Contact Us Get Theme Now!

সুরা দোহা বাংলা উচ্চারণ - সুরা দোহা এর ফজিলত

সুরা দোহা বাংলা উচ্চারণ, surah duha bangla uccharon, সূরা দুহা বাংলা অনুবাদ, সুরা দোহা এর ফজিলত, সূরা দোহা বাংলা উচ্চারণ সহ, surah ad duha bangla pdf

সুরা দোহাঃ ভূমিকা

সুরা দোহা বাংলা উচ্চারণ নিয়ে শুরু করার আগে সালাম নিন, আসসালামুয়ালাইকুম প্রিয় মুসলিম ভাই। মহান আল্লাহর অসীম রহমতে আশাকরি ভালই আছেন। আজকে ইস্তেগফার ব্লগ এর এই পোস্ট এর মাধ্যমে আমরা 'সুরা দোহা বাংলা উচ্চারণ' এর পাশাপাশি 'সুরা দোহা এর ফজিলত' নিয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ্‌। এটি মুলতঃ ইস্তেগফার ব্লগ এর নিয়মিত আয়োজন 'অনলাইন বাংলা কুরআন pdf' এর একটি প্রয়াস। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Table of Contents

সূরা আদ-দোহা'র বাংলা উচ্চারণ ও ফজিলত নিয়ে শুরু করার আগে এই সূরা সম্পর্কে সাধারন কিছু তথ্য আমরা জেনে নিইঃ

  • আদ-দোহা শব্দের অর্থ হলো 'পূর্বাহ্ন / ভোরবেলা / সকাল বেলা'
  • সূরা দোহা মক্কায় অবতীর্ণ একটি সূরা।
  • সূরা আদ-দোহা'র আয়াত সংখ্যা মোট ১১টি।
  • এই সূরার রুকু সংখ্যা ১টি।
  • এই সুরাটি আল কুরানের ৯৩তম সূরা।
সূরা আদ-দোহা'য় মুলতঃ কাফেরদের অভিযোগের বিপরীতে আল্লাহ তায়ালা রাসুল (সা.) এর শান ও মান-মর্যাদা বর্ণনা করেছেন, অনুগ্রহের কথা আলোচনা করেছেন।
surah-ad-duha-bangla-fazilat-istighfar-blog

সূরা আদ-দোহা'র শানে নুযুল

সূরা আদ-দোহা'র শানে নুযুল জেনে নেয়া যাক। সূরা আদ-দোহা'র অবতরণের কারণ সম্পর্কে বুখারি শরীফ, মুসলিম শরীফ ও তিরমিযি শরীফ এ হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ (র.) থেকে বর্ণিত আছে যে, একবার রাসুলুল্লাহ (সা.)-এর একটি আঙুলে আঘাত লেগে রক্ত বের হয়ে পড়লে তখন তিনি বলতে থাকেন, ‘তুমি তো একটি আঙুল; যা রক্তাক্ত হয়ে গেছো। তুমি যে কষ্ট পেয়েছো, তা আল্লাহর পথেই পেয়েছো, (কাজেই দুঃখ কিসের?)। ’

এ ঘটনার পর কিছু দিন হযরত জিবরাঈল (আ.) ওহী নিয়ে আগমন করলেন নি। এতে মুশরিকরা বলতে শুরু করে যে, মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে সূরা দোহা অবতীর্ণ হয়।

সূরা আদ-দোহা'র শানে নুযুল নিয়ে আরো জানা যায় যে হযরত জুনদুব বিন আব্দুল্লাহ বিন সুফিয়ান আল-বাজালী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) অসুস্থতার কারণে দু’রাত বা তিনরাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেননি। তাতে জনৈকা মহিলা এসে বলল, ‘হে মুহাম্মাদ! আমি মনে করি তোমার শয়তানটা তোমাকে ছেড়ে গেছে’। তখন এই সূরাটি নাযিল হয়’।

সূরা আদ-দোহা'র শানে নুযুল নিয়ে অন্য রেওয়ায়েতে আছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল নবী (সা.)-এর বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছিল। ওহী বিলম্বিত হওয়ার ঘটনা কয়েকবার সংঘটিত হয়েছিল। একবার কোরআন নাযিলের প্রথমভাগে, যাকে ‘ফাতরাতে-ওহী’র কাল বলা হয়। এটাই ছিল বেশি দিনের বিলম্ব। দ্বিতীয়বার যখন বিলম্বিত হয়েছিল, তখন মুশরিকরা / ইহুদীরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে রূহের স্বরূপ সম্পর্কে প্রশ্ন রেখেছিল এবং তিনি পরে জওয়াব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন ‘ইনশাআল্লাহ’ না বলার কারণে ওহী নিয়ে হযরত জিবরাঈল (আঃ) এর আগমন বেশ কিছুদিন বন্ধ ছিল। এতে মুশরিকরা বলাবলি শুরু করলো যে, মুহাম্মদ এর উপর তার আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন। যে ঘটনার প্রেক্ষিতে সূরা দোহা নাযিল হয়; সেটাও এমনই ধরনের।

সুরা দোহা বাংলা

যে কোন সুরার অর্থ বাংলায় জেনে বুঝে পড়লে মনে প্রশান্তি আসে। যেহেতু আরবী আমরা সবাই বুঝিনা, তাই বাংলায় হলে আমাদের জন্য অর্থ বুঝতে ও গুরুত্ব বুঝতে সুবিধা হয়। তাই আমাদের আজকের আয়োজন 'সুরা দোহা বাংলা'।

সুরা দোহা বাংলা উচ্চারণ - [Surah Duha Bangla Uccharon]

তো বন্ধুরা, 'সুরা দোহা বাংলা উচ্চারণ' জানার আগে সুরা দোহা আরবীও জানা আমাদের জন্য ভাল হবে। কেননা পবিত্র কুরান শরিফ আরবী ভাষাতেই নাযিল হয়েছে। তাই আরবী জানাও অত্যাদিক গুরুত্বপূর্ণ।

সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

এখানে আমরা আপনাদের সকলের বুঝার সুবিধার্থে সুরা আদ দোহা এর আরবীর পাশাপাশি 'সূরা দোহা বাংলা উচ্চারণ সহ' দিয়েছি। কেননা আরবীর পাশাপাশি উচ্চারণ থাকলে বুঝতে অনেক সুবিধা হয়।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

পরম করুণাময় দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি।

সূরা দোহা আয়াত ০১ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَالضُّحَى
  • বাংলা উচ্চারণঃ ওয়াদদু হা-।
  • বাংলা অর্থঃ শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগ),

সূরা দোহা আয়াত ০২ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَاللَّيْلِ إِذَا سَجَى
  • বাংলা উচ্চারণঃ উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ছাজা-।
  • বাংলা অর্থঃ কসম রাতের যখন তা নিঝুম হয় (গভীর / অন্ধকারাচ্ছন্ন হয়),

সূরা দোহা আয়াত ০৩ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
  • বাংলা উচ্চারণঃ মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-ক্বলা-।
  • বাংলা অর্থঃ আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি এবং আপনার প্রতি বিরূপও / অসন্তুষ্টও হননি।

সূরা দোহা আয়াত ০৪ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
  • বাংলা উচ্চারণঃ ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা-।
  • বাংলা অর্থঃ আর অবশ্যই আপনার জন্যে পরকাল (আখেরাত ) ইহকাল (দুনিয়া) অপেক্ষা উত্তম।

সূরা দোহা আয়াত ০৫ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
  • বাংলা উচ্চারণঃ ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-।
  • বাংলা অর্থঃ আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দেবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।

সূরা দোহা আয়াত ০৬ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
  • বাংলা উচ্চারণঃ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-।
  • বাংলা অর্থঃ তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নি? অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন।

সূরা দোহা আয়াত ০৭ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
  • বাংলা উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা-।
  • বাংলা অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

সূরা দোহা আয়াত ০৮ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
  • বাংলা উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা-।
  • বাংলা অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়; অতঃপর অভাবমুক্ত করেছেন।

সূরা দোহা আয়াত ০৯ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
  • বাংলা উচ্চারণঃ ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
  • বাংলা অর্থঃ সুতরাং আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না।

সূরা দোহা আয়াত ১০ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
  • বাংলা উচ্চারণঃ ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
  • বাংলা অর্থঃ সওয়ালকারীকে ধমক দেবেন না।

সূরা দোহা আয়াত ১১ - সূরা দোহা বাংলা উচ্চারণ সহ

  • আরবীঃ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
  • বাংলা উচ্চারণঃ ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
  • বাংলা অর্থঃ এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

উপরে সূরা আদ-দোহা'র আরবী, বাংলা উচ্চারণসহ ও অনুবাদ সহ দেয়া হয়েছে। অনুবাদ ও বাংলা উচ্চারণে কোন সংশোধন থাকলে আমাদের কে কমেন্ট এ জানাতে ভুলবেন না।

Istighfar Blog থেকে আরো পড়ুন...

সূরা দোহা অর্থসহ ছবি ডাউনলোড

নিচের দেয়া ছবি থেকে সূরা দোহা অর্থসহ পড়তে পারবেন। সূরা আদ-দোহা কালার কোডেড প্রিন্ট অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার ফন্টে দেয়া হয়েছে। সাইটের স্পীড সংক্রান্ত ইস্যুর জন্য HD ছবি দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত!

সূরা-দোহা-বাংলা-উচ্চারণ-সহ-ছবি-ইস্তেগফার-ব্লগ

সূরা দোহা বাংলা উচ্চারণ সহ pdf Download

আপনি যদি 'সূরা দোহা বাংলা উচ্চারণ সহ pdf Download' করে নিতে পারেন নিচের ডাউনলোড লিংক থেকে। ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের কে জানাবেন কমেন্ট এর মাধ্যমে।

surah-ad-duha-bangla.pdf908kb

সুরা দোহা এর ফজিলত - [Surah Duha Benefits]

তো এতক্ষন আমরা 'সূরা দোহা বাংলা উচ্চারণ' এবং 'সূরা দোহা বাংলা অনুবাদ' সহ জানলাম। এবার চলুন জেনে নেয়া যাক 'সুরা দোহা এর ফজিলত' নিয়ে বিস্তারিত।

সূরা আদ-দোহা'র ফজিলত - [Surah Duha Benefits] অনেক। এই সুরার মুল কথা যেটি সেটি হলোঃ

যে ব্যক্তি মহান আল্লাহ্‌ পাকের প্রতি অটল ও অবিচল বিশ্বাস রাখে, আল্লাহ্‌ কে সম সময় স্মরণ করে সেই বান্দা কে আল্লাহ্‌ কখনো ছেড়ে যান না, মহান আল্লাহ্‌ তার বান্দা কে কখনোই পরিত্যাগ করেন না। উপরন্তুঃ এতিম অবস্থায় সাহায্য ও সহায়তা দান করেন, অনুগ্রহ দেখান।।।

সূরা আদ-দোহা'র ফজিলত নিয়ে আরো বলতে গেলে বলতে হয়ঃ যে কোন বিপদে আপদে হতাশা গ্রস্থ না হয়ে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেননা মহান আল্লাহ্‌ তার গোলাম কে পরিত্যাগ করেন না।

সুরা দোহা বাংলা উচ্চারণ - সুরা দোহা এর ফজিলত: FAQ

সূরা দোহা নিয়ে কিছু সাধারন প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তো চলুন জেনে নিই...

সূরা দোহার আয়াত কয়টি?

উত্তরঃ সূরা দোহার আয়াত ১১টি।

সূরা দোহা আল কুরানের কত নং সূরা?

উত্তরঃ সূরা দোহা পবিত্র কুরানের ৯৩তম সূরা।

সূরা দোহা কোথায় অবতীর্ণ হয়?

উত্তরঃ সূরা দোহা মক্কায় অবতীর্ণ হয়।

সূরা দোহা শুরুতে দোহা শব্দের অর্থ কি?

উত্তরঃ দোহা শব্দের অর্থ হলো 'পূর্বাহ্ন / সকাল / ভোবরেলা'।

... ...

সূরা দোহা নিয়ে আরো কোন প্রশ্ন থাকলে আমাদের কে কমেন্ট করে জানান। আমরা উত্তর দিবো ইনশাআল্লাহ্‌

সুরা দোহা বাংলা উচ্চারণ - সুরা দোহা এর ফজিলত: সারকথা

বন্ধুরা, আজ আমরা আমাদের ইস্তেগফার ব্লগ এর এই পোস্ট এর মাধ্যমে 'সুরা দোহা বাংলা উচ্চারণ - সুরা দোহা এর ফজিলত' নিয়ে বিস্তারিত জানলাম। আশাকরি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সুরা দোহা বাংলা উচ্চারণ নিয়ে আপনাদের কোন দরকারী মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই ইতি টানছি। কথা হবে নতুন কোন টপিকে। মহান আল্লাহ্‌ আমাদের কে 'সুরা দোহা বাংলা উচ্চারণ - সুরা দোহা এর ফজিলত' বুঝার এবং আমলকরার তৌফিক দিন...আমিন।।।

About the Author

আমি মুহাম্মদ ইমাম উদ্দিন। Founder Of Istighfar Blog। পড়তে ও লিখতে ভালবাসি। ভালোবাসি নতুন কোন কিছু জানতে ও জানাতে। ভাল লাগে ব্লগিং! আরও ভাল লাগে তথ্য-প্রযুক্তি। গুগলে আমাকে খুঁজুন 'imamuddinwp' লিখে। আমার সাথে যুক্ত হোন জনপ্রিয় সকল স্যোসাল মি…

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.