ইসলামিক উক্তি
স্বাগতম জানাচ্ছি ইসলামিক উক্তি তথা Islamic Quotes Bangla নিয়ে। বাছাইকৃত সেরা কিছু ইসলামিক উক্তি সমূহ। জীবন বদলে দেয়া কিছু সেরা ইসলামিক উক্তি নিয়ে ইস্তেগফার ব্লগ এর আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো সেরা ও জনপ্রিয় কিছু ইসলামিক উক্তি নিয়ে। অনলাইন এবং সোসাল মিডিয়া গুলোতে অনেকেই এসে খোঁজ করেন ইসলামিক উক্তি, ইসলামিক বাণী নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ইসলামিক ছবি, ইসলামিক পিকচার ইত্যাদি।
Table of Contents
সুন্দর একটি ইসলামিক উক্তি, একটি ইসলামিক বাণী আপনার জীবনে একটি নতুন উৎসাহ ও প্রেরণা হিসেবে কাজ করতে সক্ষম হবে। সুন্দর একটা ইসলামিক উক্তি ঘুরিয়ে দিতে পারে আমাদের জীবনের মোড়।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই 'ইসলামিক উক্তি - ২০২৪ সালের সেরা ও জনপ্রিয় কিছু ইসলামিক উক্তি' নিয়ে বিস্তারিত আলোচনা।

সেরা ইসলামিক উক্তি
সেরা ইসলামিক উক্তি হিসেবে প্রথমেই উল্লেখ করছি মহাগ্রন্থ আল কুরআনের একটি আয়াত দিয়ে।
আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য।
- - - [সুরা আয-যারিয়াত : আয়াত ৫৬]।
সুতরাং মানুষ জীবনের প্রতিটি কাজই যেন হয় মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
ইসলামী সেরা উক্তি
ইসলামী সেরা উক্তি হিসেবে নিচে একটি হাদিসের বাণী দেয়া হলো।
তোমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত হলো সেই লোক, যার দুটি দিন একই রকম কাটলো।
- - - [আল হাদিস]।
এই হাদিস টির সারমর্ম হলো, সেই লোক ক্ষতির মধ্যে আছে যার আজকের দিনের আমল থেকে শুরু করে সকল কাজকর্ম একই রকম গেলো। অর্থাৎ এখানে আজকের চেয়ে আগামিকাল যেন আমল ও ভাল কাজ বেশি হয় সেটাই বলা হয়েছে।
সেরা কিছু ইসলামিক উক্তি
সেরা কিছু ইসলামিক উক্তি:
গুনাহ যখন বেড়ে যায়, একাকীত্ব, হতাশা, বিষাদগ্রস্ততা তখন তীব্রতর হয়।
- - - [ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)] ।

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
চারটি জিনিস (মানুষের) দুর্ভাগ্যের অন্তর্গত-
- ১. আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু প্রবাহিত না হওয়া;
- ২. অন্তর শক্ত হয়ে যাওয়া;
- ৩. (অতিরিক্ত) আশা বৃদ্ধি পাওয়া এবং
- ৩. (অতিরিক্ত) আশা বৃদ্ধি পাওয়া এবং
- ৪. (দুনিয়ার সম্পদের) লোভী হয়ে যাওয়া।
- - - [মুসনাদে বাযযার]।

ইসলামিক উক্তি বাংলা
ইসলামিক উক্তি বাংলা; রাসুল সাঃ বলেছেন, ৭ ব্যক্তির জন্য ফিরিস্তারা দোয়া করেন। তারা হলেনঃ
- ১. ওযু অবস্থায় ঘুমানাে ব্যক্তি - - - [সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮-৩২৯]
- ২. সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি - - - [সহীহ মুসলিম ৬১৯]
- ৩. প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি - - - [মুসনাদে আহমাদ ২২৩১৭]
- ৪. রাসূল (সা:) এর প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি [সহীহ আত-তারগীব ৬৮০]
- ৫. রােগী পরিদর্শনকারী ব্যক্তি - - - [সহীহ ইবনে হিব্বান ২৯৫৮]
- ৬. মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি - - - [সহীহ মুসলিম ৮৮], এবং...
- ৭. কল্যাণের পথে দানকারী ব্যক্তি - - - [সহীহ বুখারী ১৯৪২]।

ইসলামিক উক্তি english
ইসলামিক উক্তি english; Islamic Quotes English;
“O ye who believe! Avoid suspicion as much (as possible): for suspicion in some cases is a sin: And spy not on each other behind their backs.”
- - -[Quran 49:12].

ইসলামিক উক্তি pdf
ইসলামিক উক্তি pdf: নিচে 'ইসলামিক উক্তি pdf' ডাউনলোড লিংক দেয়া হলো।
ইসলামিক উক্তি হাদিস
ইসলামিক উক্তি হাদিস; বেহেশতী নারী;
মহানবী (সঃ) বলেছেন, মহিলা যখন
- পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে,
- রমাদানে সিয়াম পালন করে,
- নিজের ইজ্জতের হিফাজত করে, এবং...
- স্বামীর কথামত চলে
তখন সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছামত প্রবেশ করতে পারবে।
- - - [আহমদ ১৬৬১, তাবারানীর কৃাবীর ৯৯১ ইবনে হিব্বান ৪১৬৩]।
ইসলামিক উক্তি হাদিস: আমাদের প্রিয় নবীজি বলেছেন,যেই ব্যক্তি প্রত্যেক ফরয নামায শেষে
- ৩৩ বার ‘সুবহানাল্লাহ’
- ৩৩ বার ‘আল হামদুলিল্লাহ’
- ৩৩ বার ‘আল্লাহু আকবার’
এবং ১০০ বার পূর্ণ করার জন্য :
“লা- ইলা- হা ইল্লাল্লা- হু ওয়াহ দাহু লা- শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর”
পাঠ করবে আল্লাহ্ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন,যদিও তা সমুদ্রের ফেনা সমপরিমাণ ও হয়।
- - - [মুসলিম - ১২২৮]।
আসুন প্রতি ফরয সলাত শেষে এই ছোট্ট গুরুত্বপূর্ণ আমলটি করার চেষ্টা করি।
ইসলামিক উক্তি স্ট্যাটাস
ইসলামিক উক্তি স্ট্যাটাস: ইবাদত কবুলের শর্ত হচ্ছে -
- ১. আশা- আল্লাহর শাস্তি থেকে বাঁচার আশা, তাঁর সন্তুষ্টি ও জান্নাতের আশায়
- ২. ভয় - আল্লাহর শাস্তিকে ভয় পেয়ে
- ৩. ভালােবাসা ও বিনয়- আল্লাহকে পরিপূর্ণ ভালােবেসে, বিনয় ও নিষ্ঠার সাথে
- ৪. রাসূল (সাঃ) এর পদ্ধতিতে -
আর পদ্ধতি হলাে -
- ক. তিনি কোন সময়ে করেছেন,
- খ. কী পরিমাণ করেছেন বা কতটুকু করতে বলেছেন,
- গ. কোন নিয়মে করেছেন,
- ঘ. কোন স্থানে করেছেন।
ইবাদতের জন্য এ সীমারেখা গুলাে মেনে চলা আবশ্যিক। আর কিছু লােক প্রশ্ন করতে পারে, বিদ'আত দুই প্রকার, ভালাে আর খারাপ। আমরা তাে লাইট, ফ্যান ব্যবহার করি, এগুলাে তাে নবীর যুগে ছিলাে না। এগুলােও তাে বিদ'আত। তাদের বলবাে - উপরের হাদীসগুলাে ভালােভাবে পড়ন। পড়লে স্পষ্ট হবে যে -
- ১. রাসূল (সাঃ) ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করতে নিষেধ করেছেন মান আহদাসা ফি দ্বীইনিনা] , এটাকেই বিদ'আত বলেছেন। দুনিয়াবি কোনাে আবিষ্কারকে বিদ'আত বলেন নি।
- ২. বিদ'আত কখনাে ভালাে হয় না।
রাসূল (সাঃ) যেহেতু বলেছেন - [কুল্লু বিদ'আতিন দলালা] অর্থাৎ সকল বিদ'আত হলাে ভ্রষ্টতা।
ইসলামিক উক্তি ২০২৪
ইসলামিক উক্তি ২০২৪; সূরা ফাতিহা; আল্লাহর সাথে বান্দার কথােপকথন:
বান্দা যখন বলে: আলহামদু লিল্লা-হি রববিল ‘আলামীন।
তখন আল্লাহ বলেন: আমার বান্দা আমার প্রশংসা করল।
যখন বান্দা বলে: আররহমা-নির রাহিম।
তখন আল্লাহ বলেন: আমার বান্দা আমার গুণগান করল।
যখন বান্দা বলে: মা-লিকি ইয়াওমিদ্ দ্বীন।
তখন আল্লাহ বলেন: বান্দা আমার মর্যাদা বর্ণনা করল।
যখন বান্দা বলে: ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তাঈন।
তখন আল্লাহ বলেন: এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে।
অতঃপর যখন বান্দা বলে: ইহদিনাছ ছির-ত্বল মুস্তাকীম;
ছির-ত্বল লাযীনা আন-আমতা ‘আলাইহিম, গইরিল মাগদুবি আলাইহিম
ওয়া লদ্বি দ্ব-ল্লীন। আমিন।
তখন আল্লাহ বলেন: এসব তাে আমার বান্দার জন্য এবং
আমার বান্দা যা চাইবে তার জন্য তা-ই রয়েছে।
- - - [মুসলিম - ৩৯৫]
ইসলামিক উক্তি ছোট
ইসলামিক উক্তি ছোট: দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়,উচ্চারণ করতে সহজ ও দাঁড়িপাল্লায় খুবই ভারী। বাক্যটি হলাে :
- - - [বুখারি, মুসলিম]
- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
- সুবহানাল্লাহিল আজিম।
ইসলামিক উক্তি ছবি
ইসলামিক উক্তি ছবি: নিচে ইসলামিক উক্তি ছবি নিয়ে তিনটি ইসলামিক ছবি দেয়া হলোঃ



সত্য নিয়ে ইসলামিক উক্তি
সত্য নিয়ে ইসলামিক উক্তি; সত্য কথা নিয়ে উক্তি ও বাণী;
শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষ, যার অন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মুখ ও মুখের কথায় সত্যবাদী ।
- - - [ইবনে মাজাহ - ৪২১৬]
বই পড়া নিয়ে ইসলামিক উক্তি
বই পড়া নিয়ে ইসলামিক উক্তি; যার সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায় সে হলো 'বই'। বই মানুষের পরম বন্ধু, অবসরের সঙ্গী। বই পড়া নিয়ে ওমর খৈয়াম বলেন,
'রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে,
কিন্তু একটি বই অনন্ত যৌবনা- যদি তেমন বই হয়।'
পবিত্র কুরআনের প্রথম নাযিল হওয়া কথা হলো 'ইকরা' - অর্থাৎ পড়ো। জানার উদ্দেশ্যে এবং মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে জানার উদ্দেশ্যে আমাদের কে বেশি বেশি বই তথা ইসলামিক বই পড়তে হবে।
ইসলামিক মোটিভেশনাল উক্তি
ইসলামিক মোটিভেশনাল উক্তি; পবিত্র কুরআনের একটি আয়াতঃ
"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন"।
- - - [সূরা ত্বলাক: আয়াত ৭]।
ইসলামিক বাণী চিরন্তনী; অনুপ্রেরণামূলক হাদিস; ইসলামিক মোটিভেশনাল উক্তি। এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বললঃ
“আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না”।
– - - [আল - হাদিস]।
“তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ। তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন। যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়। কিন্তু ভরা পেট নিয়ে আবার নীড়ে ফিরে”।
- - - - [তিরমিযী]।
Explore More Islamic Blog...
ইসলামিক উক্তি ছবি hd
ইসলামিক উক্তি ছবি hd;
যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ব্যাক্তি।
- - - [ইবনে মাজাহ; হাদিস নং ৪২৫৯]।
ইসলামিক উক্তি ছবি hd; Islamic Quotes Bangla HD; নিচে ভাল মানের কিছু ইসলামিক উক্তি ছবি hd দেয়া হলো।



ইসলামিক উক্তি পিকচার
ইসলামিক উক্তি পিকচার; Islamic Quotes Bangla Pic; নিচে কিছু ইসলামিক উক্তি পিকচার, Islamic Quotes Bangla Pic দেয়া হলো।



আপনি কি অনলাইনে ইসলামিক পিকচার খুঁজছেন? আমাদের ইস্তেগফার ব্লগ এর বিভিন্ন আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক কুরআনের আয়াত ও হাদিসের আয়াতের ছবি, ইসলামিক ছবি গুলো দিয়েছি। নিচের লিংক গুলো থেকে পাবেনঃ উপরে দেয়া লিংক গুলো থেকে আপনি ভাল মানের HD কোয়ালিটি ইসলামিক ছবি ও ইসলামিক পিকচার পাবেন --- ইনশাআল্লাহ্।
ইসলামিক উক্তি - Islamic Quotes Bangla: শেষকথা
আজ এখানেই ইতি টানছি। কথা হলে নতুন কোন টপিক নিয়ে। আমাদের আজকের এই ইসলামিক উক্তি - ২০২৪ সালের সেরা ও জনপ্রিয় কিছু ইসলামিক উক্তি থেকে আশাকরি ভাল কিছু জানতে ও বুঝতে পেরেছেন। মহান আল্লাহ্ আমাদের সকলের নেক আমল গুলো জান্নাতের বিনিময়ে কবুল করুন... আমিন।