নিয়মিত ইসলামিক ব্লগ পড়তে চোখ রাখুন ইস্তেগফার ব্লগ এ। Sitemap!

ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? কোনটি সঠিক?

Inshallah Meaning In Bengali; ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? কোনটি সঠিক?; ইনশাআল্লাহ লেখার নিয়ম; Inshallah Spelling In English;

ইনশাআল্লাহ - InshaAllah

আজকে আমরা 'ইনশাআল্লাহ' নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামী পরিভাষায় এমন কত গুলো শব্দ আছে যেগুলো আপনি উচ্চারণ করলে বা, বললে আপনার নিয়ত এবং কাজে ব্যাপক সফলতা বয়ে আনে।' ইনশাআল্লাহ' ঠিক এমন একটি বরকতময় এবং ফজিলতপূর্ণ শব্দ।

inshallah-meaning-bengali-ইনশাআল্লাহ-অর্থ-কি-istighfar-blog

ইনশা আল্লাহ অর্থ কি? Inshallah Meaning In Bengali

ইনশা আল্লাহ অর্থ কি?, What Is The Meaning Of Inshallah In Bangla? ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ একটি আরবি শব্দ। আরবি তিনটি শব্দ মিলে গঠিত ইনশাআল্লাহ্‌ শব্দটি। যেমনঃ

إِنْ شَاءَ ٱللَّٰهُ

এটি যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায়ঃ

  1. 'ইন' শব্দের অর্থ হলো 'যদি'।
  2. 'শা' শব্দের অর্থ হলোঃ 'চাওয়া'।
  3. আর 'আল্লাহ' শব্দের অর্থ তো 'আল্লাহ'ই।

সুতরাং তিনটি শব্দ একত্র করলে 'ইনশাআল্লাহ' শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় – - - যদি আল্লাহ চান

ইনশাআল্লাহ বাংলা অর্থ - Inshallah Meaning In Bengali

ইনশাআল্লাহ বাংলা অর্থ হলো --- আল্লাহ্‌ চাইলে। অর্থাৎ ইনশাআল্লাহ বাংলা অর্থ - [ Inshallah Meaning In Bengali ] হলো যদি মহান আল্লাহ্‌ সহায় হন বা, রাজি থাকেন এরকমই বুঝায়।

ইনশাআল্লাহ এর বাংলা অর্থ কি?

এখন প্রশ্ন হলো ইনশাআল্লাহ এর বাংলা অর্থ কি? ইনশাআল্লাহ এর সঠিক বাংলা অর্থ হলো 'যদি আল্লাহ্‌ রাজি থাকেন' কিংবা 'যদি আল্লাহ্‌ চান' অথবা 'যদি আল্লাহ্‌র মর্জি হয়' ইত্যাদি।

ইনশাআল্লাহ লেখার নিয়ম

আজ আমরা ইস্তেগফার ব্লগ এর এই পোস্ট এর মাধ্যমে জেনে নিবো 'ইনশাআল্লাহ লেখার নিয়ম', 'ইনশাআল্লাহ লেখার সঠিক নিয়ম। বাংলা, ইংরেজি এবং আরবীতে ইনশা-আল্লাহ লেখার নিয়ম ও বানান।

  • ইনশাআল্লাহ লেখার নিয়মঃ বাংলায় কিভাবে লিখতে হয়?
  • ইনশাআল্লাহ লেখার নিয়মঃ ইংরেজিতে কিভাবে লিখতে হয়?
  • ইনশাআল্লাহ লেখার নিয়মঃ আরবীতে কিভাবে লিখতে হয়?

তো চলুন জেনে নিই একে একে।

বাংলায় ইনশাআল্লাহ লেখার নিয়ম - Inshallah Spelling In Bangla

বাংলায় ইনশাআল্লাহ কিভাবে লিখতে হয়? , বাংলায় ইনশা-আল্লাহ লেখার নিয়ম কি? কেউ বলেন ইনশাআল্লাহ আবার কেউ কেউ বলেন ইংশা-আল্লাহ

how-to-write inshallah-ইনশা-আল্লাহ-লেখার-নিয়ম-istighfar-blog

ইনশাআল্লাহ সঠিক বাংলা বানান

ইনশাআল্লাহ এর সঠিক বাংলা বানান নিয়ে কিছুটা বিতর্ক বা, মতানৈক্য রয়েছে। কেউ বলেন ইনশাআল্লাহ আবার কেউ বলেন ইংশাআল্লাহ। দুটিরই পক্ষে বিপক্ষে বেশ যুক্তি রয়েছে। তাহলে ইনশাআল্লাহ সঠিক বাংলা বানান সঠিক কোনটি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ?

শুধু আরবি কিংবা বাংলায় নয়। পৃথিবীর প্রায় সকল ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলো লেখার সময় ঠিকই আসে কিন্তু পড়ার সময় আসে না; উচ্চারণের সময় উচ্চারিত হয়না। ইনশাআল্লাহ শব্দটিও ঠিক এমন একটা শব্দ।

যদি উদাহরণ হিসেবে বলতে যাই তাহলে যেমনঃ লিখার সময় লিখি 'সূক্ষ্ম' কিন্তু উচ্চারণের সময় উচ্চারণ করি 'সুক্ষ'! এরকম আরো শব্দ যেমনঃ পদ্মা।

ঠিক একই ভাবে যদি গুন্না করে পড়া হয় তাহলে হবে 'ইংশা-আল্লাহ' আর উচ্চারণের সময় 'ইনশাআল্লাহ' উচ্চারণ করা হয়।

ইনশাআল্লাহ ইংরেজি বানান - Inshallah Spelling In English

শুধু বাংলাতেই নয়! ইংরেজিতেও 'ইনশাআল্লাহ' শব্দের বানান নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন ইনশাআল্লাহ ইংরেজিতে Inshallah হবে। আবার কেউ হলেন InshaAllah হবে। এখন প্রশ্ন হলো 'ইনশা-আল্লাহ'-এর ইংরেজি সঠিক বানান [Inshallah Spelling In English] কোনটি হবে? 'Inshallah' নাকি 'inshallah'?

চলুন গুগল কেই জিজ্ঞেস করি 'ইনশা-আল্লাহ'-এর ইংরেজি সঠিক বানান কি?' দেখি গুগল আমাদের কে কি উত্তর দেয়?

নিচে গুগল থেকে ইনশাআল্লাহ আর ইংরেজি অনুবাদের এবং ইংরেজি বানান এর একটি ছবি যুক্ত করেছি।

Inshallah-Spelling-In-English-Google

শুধু তাই না! মজার ব্যাপার কি জানেন? আপনি পৃথিবীর প্রায় অনেক ভাষাতেই ইংরেজিতে ইনশাআল্লাহ এর সঠিক বানান 'InshaAllah' ই পাবেন। নিচের গুগল লিংক এ গিয়ে ভাষা পরিবর্তন করে যাচাই করে আসতে পারেন।

Inshallah Spelling In English - Google Translate

ইংশা-আল্লাহ এর ইংরেজি সঠিক বানান নিয়ে গুগল কি বলে তা নিয়ে নিচে একটি ইউটিউব ভিডিও যোগ করেছি। চাইলে ছোট ভিডিও টি প্লে করেও দেখতে পারেন 'ইনশাআল্লাহ ইংরেজি বানান - Inshallah Spelling In English'।

গুগল কি দেখালো না দেখালো সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো নিজের মনের ভাব প্রকাশ আর অন্যকে বুঝানো। আর তাই ইনশাআল্লাহ এর সঠিক ইংরেজি বানান বা, ইনশাআল্লাহ ইংরেজিতে লেখার সঠিক নিয়ম আমরা 'InshaAllah' কেই সঠিক মনে করছি। আবার চাইলে In Shaa Allah ও লিখতে পারেন।

ইনশাআল্লাহ সঠিক বানান আরবি - Inshallah Spelling An Arabic

মহাগ্রন্থ আল কুরআনের সূরা কাহাফ এর একটি অংশ হলো 'ইনশাআল্লাহ'। এ সুরার ২৩ ও ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন:

“(হে নবী) --- কোনো কাজ সম্পর্কে কখনও বলো না ‘‘আমি অমুক কাজ আগামীকাল করব। তবে বল ‘‘ইনশাআল্লাহ [إِنْ شَاءَ اللّٰ]’’ (আল্লাহ যদি চান তবে করব)”।
InshaAllah-meaning-arabic

ইনশাআল্লাহ এর সঠিক আরবী বানান বা, আরবীতে ইনশা-আল্লাহ লেখার নিয়ম হলঃ إِنْ شَاءَ اللّٰهُ

ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ?

ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ? কেউ কেউ আবার সংক্ষেপে ইনশাল্লাহ লিখেন। এটা করা মোটেই উচিৎ না! ইনশাল্লাহ না লিখে লিখুন ইনশাআল্লাহ

"ইনশাল্লাহ" নাকি "ইন শা আল্লাহ" ~ কোনটি সঠিক!!!

"ইনশাল্লাহ" নাকি "ইন শা আল্লাহ"? কোনটি সঠিক? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? কোনটা শুদ্ধ? এর সহজ ও সঠিক উত্তর হলোঃ ইনশাআল্লাহ (গুন্নাহ ছাড়া) অধিক শুদ্ধ। ইনশাল্লাহ না লিখে লিখুন ইনশাআল্লাহ।

বর্তমানে সোশাল মিডিয়াতে প্রায়ই কারো সাথে চ্যাটিং করতে গেলে, কিংবা কমেন্ট করতে গেলে অথবা নিজেরই কোনো পোষ্টে তাড়াতাড়ি বা, সংক্ষেপে লিখতে গিয়ে বাংলায় ইনশাল্লাহ অথবা ইংরেজী তে InShallah লিখে থাকি; এটা করা মোটেই উচিৎ না। বাংলায় লিখলে লিখা উচিৎ ইনশাআল্লাহ আর ইংরেজিতে লিখলে লিখা উচিৎ InShaAllah বা, Insha Allah

আবার কেউ যদি আলাদা করে লিখতে চায় তাহলে বলবো সেটাও করা উচিৎ না। কেননা ইনশাআল্লাহ শব্দ টি একটি শব্দ। তাই বাংলায় লিখলে ইন শা আল্লাহ্‌ না লিখে লিখুন ইনশাআল্লাহ। আর ইংরেজিতে In Sha Allah না লিখে লিখুন InshaAllah

ইনশাআল্লাহ পিক; ইনশাআল্লাহ লেখা ছবি

অনলাইনে কিংবা গুগলে অনেকেই ইনশাআল্লাহ লিখা ছবি খুঁজেন। আপনাদের জন্য নিচে কয়েকটি ইনশাআল্লাহ পিক; ইনশাআল্লাহ লেখা ছবি দেয়া হলো। ইনশাআল্লাহ লিখা ছবি গুলো আপনার মোবাইলে রেখে দিতে পারেন।

InshaAllah-Pictureইনশাআল্লাহ-মানে-কি-InshaAllahইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহinshaAllah-Alhamdulillah
ও হ্যাঁ! ভালো কথা - আপনার যদি আরো কিছু ইসলামিক ছবি পেতে খোঁজ করে থাকেন তাহলে ইস্তেগফার ব্লগ থেকেই পাবেন ভালো এবং HD কোয়ালিটির ইসলামিক পিকচার। নিচে কিছু ইসলামিক ছবির লিংক দেয়া হলোঃ

উপরের লিংক গুলোতে গেলে আপনি আপনার পছন্দের ইসলামিক পিকচার গুলো পাবেন ইনশাআল্লাহ্‌।

InshaAllah-ইনশাআল্লাহ-Alhamdulillah-Tech
Istighfar Blog থেকে আরো পড়ুন...

FAQ: ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ?

নিচে কিছু প্রশ্নোত্তর আকারে দেয়া হলো ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? কোনটি সঠিক? এ সকল কিছু নিয়ে।

ইনশাআল্লাহ শব্দের অর্থ কি?

ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো 'আল্লাহ্‌ যদি চান', 'আল্লাহ্‌র যদি মর্জি হয়'। ইনশাআল্লাহ শব্দের আরো কিছু বাংলা অর্থ হলো 'আল্লাহ্‌র যদি ইচ্ছা হয়', 'আল্লাহ্‌ যদি রাজি থাকেন' ইত্যাদি।

ইনশাআল্লাহ কখন বলতে হয়?

এখন প্রশ্ন হলো ইনশাআল্লাহ্‌ কখন বলতে হয়? এর উত্তর হলো - ভবিষ্যতে ভাল কিছুর প্রত্যাশা করেই ইনশাআল্লাহ বলে নিয়ত করতে হয় বা, ইনশাআল্লাহ্‌ বলতে হয়। মহান আল্লাহ্‌র নাম নিয়ে পরিকল্পনা করলে সেই কাজ অনেক বরকতময় হয়। মহান আল্লাহ্‌র নাম বা, ইনশাআল্লাহ্‌ বলে নিয়ত করলে আল্লাহ্‌ খুশি হন।

তাই ভবিষ্যতের কোন নেক বাসনা, নেক ইচ্ছা কিংবা নেক কাজের পরিকল্পনা করতে ইনশাআল্লাহ্‌ বলে করা শ্রেয়, উত্তম।
when-to-say-inshallah

কোন কাজ ভবিষ্যতে করার ক্ষেত্রেই নয় কেবল! কোথাও যাওয়ার জন্য বা, আসার জন্য কাউকে কথা দিলে আমরা বলি 'ইনশাআল্লাহ্‌ যাবো' কিংবা 'ইনশাআল্লাহ্‌ আসবো' 'ইনশাআল্লাহ থাকবো' ইত্যাদি।

সুতরাং ভবিষ্যতে যে কোন কাজের সফলতার জন্য ইনশাআল্লাহ্‌'র সাথে পরিকল্পনা করলে মহান আল্লাহ্‌ খুশি হবেন; সেই কাজে অনেক বরকত দিবেন।

ইনশাআল্লাহ কখন বলতে হয়? একটি কমন প্রশ্ন

অনেকের একটি কমন প্রশ্ন ইনশাআল্লাহ কখন বলতে হয়? নিয়ে। আর সেই প্রশ্ন টা হলোঃ মুসলমানদের মধ্যে অনেকেই কথার মধ্যে ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বলার প্রচলন আছে। এটা খুবই ভাল দিক। তবে অনেকে কেমন আছেন? এর উত্তরে বলেনঃ 'ভালো আছি, ইনশাআল্লাহ'। আবার কেউ কেউ বলেন, যাব ইনশাআল্লাহ। কোনটি শুদ্ধ? ইনশাআল্লাহ কখন বলতে হয়? যখন আগামীতে ভালো কোনো কাজ করতে চান তখন বলবেন ইনশাআল্লাহ। যেকোনো ভালো কাজের নিয়ত করলে বা ভবিষ্যতে কিছু করবে বলে ঠিক করলে, আল্লাহর উপর তাওক্কুল করে ইন-শা-আল্লাহ বলবেন। এতে কাজের নিশ্চিয়তা বেড়ে যায়। ইনশাআল্লাহ্‌ দিয়ে শুরু করলে সেই কাজ অনেক বরকতময় হয়।

InshaAllah-Alhamdulillah-Tech

ইনশাআল্লাহ এর জবাব কি? ইনশাআল্লাহ এর জবাবে কি বলতে হয়?

অনেকেই জানতে চান ইনশাআল্লাহ এর জবাব কি? ইনশাআল্লাহ এর জবাবে কি বলতে হয়? আসলে ইনশাআল্লাহ এর সঠিক জবাব কি? ইনশা-আল্লাহ এর জবাবে কি বলতে হয়? তা আমি কোথাও খুঁজে পাইনি। তবে হ্যাঁ! কেউ কোন নেক কাজের জন্য ইনশাআল্লাহ্‌ বললে তাঁর সাথে যে শুনবে সেও ইনশা-আল্লাহ বলবে যেটা আমিও করে থাকি। আবার কখনো কখনো ইনশাআল্লাহ্‌ এর জবাবে 'আমিন' বলে থাকি যাতে যিনি ইনশাআল্লাহ্‌ বলে নিয়ত করলেন তাঁর নেক বাসনা যেন পূর্ণ হয়। ইনশা-আল্লাহ এর সঠিক জবাব যদি আপনার জানা থাকে কিংবা ইনশাআল্লাহ্‌ এর জবাবে কি বলতে হয়? তাঁর উত্তর যদি আপনি জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট এ জানাবেন। তাহলে সবার জানা হবে, সবার উপকার হবে ইনশাআল্লাহ। তবে আপনার উত্তর যেন রেফারেন্স সহ অথেনটিক হয়।

ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? : শেষ কথা

সুতরাং ইনশা-আল্লাহ নিয়ে আর কোন বিতর্ক না করে বাংলায় 'ইনশাআল্লাহ' কিংবা ইংরেজিতে 'InshaAllah' লিখুন এবং বলুন। ইনশাআল্লাহ নিয়ে আমরা কোন ফিতনায় লিপ্ত না হই। সেটাই কল্যাণকর হবে সবার জন্য।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আশাকরি ভাল কিছু তথ্য পেয়েছেন আজকের এই 'ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহ নাকি ইংশাআল্লাহ? কোনটি সঠিক?' পোস্ট থেকে। মহান আল্লাহ্‌ আমাদের কে বেশি বেশি 'ইনশাআল্লাহ্‌' আমল করার তৌফিক দিন... আমিন।

About the Author

আমি মুহাম্মদ ইমাম উদ্দিন। Founder Of Istighfar Blog। পড়তে ও লিখতে ভালবাসি। ভালোবাসি নতুন কোন কিছু জানতে ও জানাতে। ভাল লাগে ব্লগিং! আরও ভাল লাগে তথ্য-প্রযুক্তি। গুগলে আমাকে খুঁজুন 'imamuddinwp' লিখে। আমার সাথে যুক্ত হোন জনপ্রিয় সকল স্যোসাল মি…

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.