কোন সূরা জীবনকে বদলে দিতে পারে? - [সূরা আদ দুহা আয়াত ০৫]

সূরা আদ দুহা - [Surah Ad Duha Bangla]

মহাগ্রন্থ আল কুরআনের ৯৩তম সুরাটির নাম হলো সূরা আদ-দোহা। এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা আর এ সুরার আয়াত সংখ্যা ১১। এ সুরায় মহান আল্লাহ্‌ তায়ালা তার প্রিয় হাবীব সাঃ কে উৎসাহ প্রদান করেছেন এবং ঘোষণা করেছেন যে তিনি তার প্রিয় হাবীব কে ভুলে যান নি এবং তার প্রতি অখুশিও হন নি।

আমাদের ইস্তগেফার ব্লগ এর আজকের আয়োজনে থাকছে 'কোন সূরা জীবনকে বদলে দিতে পারে? - [সূরা আদ দুহা আয়াত ০৫]' নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করি একে একে।

সূরা আদ দুহা আয়াত ০৫ - [Surah Ad Duha Ayat 5 Bangla]

সূরা আদ দুহা আয়াত ০৫ - [Surah Ad Duha Ayat 5 Bangla] এর বিস্তারিত আলোচনা শুরুর আগে কিছু কথা বলে নিই। চলমান জীবনে আমাদের চলার পথে দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা আসবেই এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় তা আমাদের মেনে নিতে কিং ধৈর্য ধরতে কষ্ট হয়। আমরা ভুলে যাই যে কষ্টের পরেই আছে স্বস্তি। আপনি আল্লাহ্‌ কে স্মরন করলে আল্লাহ্‌ এক সময় আপনার ডাকে সাড়া দিবেন ই। আপনার দুঃখ কষ্টের কথা আমরা আল্লাহর দরবারে পেশ করবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, ইস্তেগফার করবো।

একদিন আল্লাহ আপনাকে এতো বেশি দিবেন যে আপনি পাওয়ার আনন্দে খুশিতে কেঁদে ফেলবেন, ইনশাআল্লাহ! কেননা আল্লাহ্‌ তো নিজেই এটি ঘোষণা করে বলেছেন...
"শীঘ্রই তোমার 'রব' তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"
- - - [সূরা আদ-দুহাঃ ০৫]
surah-duha-ayat-5-bangla-translation-istighfar-blog

যারা আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করে, ভরসা করে তারা একমাত্র আল্লাহ্‌র পয়সালাকেই মনে প্রাণে মেনে নেয়। আর তাই তো বলা হয়, 'মুমিন কখনো হতাশ হয়না!'

  • কি ভাবছেন?
  • হেরে গেছেন?
  • সবাই হাসছে আপনার উপর!
  • উপহাস করছে আপনাকে নিয়ে?
চেষ্টা করুন, ধৈর্য ধরুন,, অপেক্ষা করুন! শেষ হাসিটা আপনিই হাসবেন!! ইনশাআল্লাহ!!! 🖤🌸

বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে সূরা আদ দোহা'র ৫ নং আয়াত নিয়ে প্রায়ই পোস্ট কিংবা ক্যাপশন দেখা যায়। এই সুরার ৫ নং আয়াত টি একটি অনুপ্ররনা। যারা হতাশ, যারা বিফল তাদের জন্য এটি আশার বাতিঘর।

"অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে।"
- - - [সূরা আদ-দোহা, আয়াতঃ ০৫]

কোন সূরা জীবনকে বদলে দিতে পারে?

তো এবার আসা যাক 'কোন সূরা জীবনকে বদলে দিতে পারে?' -এর উত্তরে। জীবনে যদি হতাশায় ঘিরে ধরে তাহলে সূরা আদ-দোহা থেকে শিক্ষা নিতে পারেন। সূরা দোহা আপনার জীবন কে বদলে দিতে পারে।

সূরা আদ-দুহা নবী (সা.)-এর ওপর নাজিল হয়েছিল যখন তিনি কঠিন জীবনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা এবং তার প্রিয় কন্যা ফাতিমাকে হারিয়েছিলেন। তিনি মক্কাবাসীর অনেক বিরোধিতারও সম্মুখীন হন।

এমতাবস্থায় আল্লাহ রাসুল (সা.)-এর কাছে সূরা আদ-দুহা নাজিল করেন স্বস্তি ও আশ্বাসের উৎস হিসেবে। রাসুল (সাঃ) প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সূরাটি পড়তেন।

সূরা আদ-দোহা কিভাবে জীবনকে বদলে দিতে পারে?

প্রশ্ন আসাটাই স্বাভাবিক - 'সূরা আদ-দোহা কিভাবে জীবনকে বদলে দিতে পারে?' তো কথা না বাড়িয়ে চলুন জেনে নিই - সূরা আদ-দোহা কিভাবে জীবনকে বদলে দিতে পারে? নিয়ে বিস্তারিত।

সূরা আদ-দোহা যেভাবে আপনার জীবনকে বদলে দিতে দিবে

সূরা আদ-দুহা পড়ার কিছু উপকারিতা জেনে নিই।

সূরা আদ-দুহা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে

সূরা আদ-দুহা আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহ সর্বদা আমাদের সাথেই আছেন। এই সূরাটি আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে শেখায় এবং তিনি সর্বদা আমাদের জন্য থাকবেন। আমাদের পরিস্থিতি যতই খারাপ কিংবা অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আল্লাহ কখনোই আমাদের একা ছাড়বেন না।

সূরা আদ-দুহা আমাদের ধৈর্য বাড়ায়

সূরা আদ-দুহা পড়ার একটি উপকারিতা হল এটি আমাদের ধৈর্য বৃদ্ধি করে।

সূরা দুহা আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা বাড়ায়

এই সূরাটি নিয়মিত পাঠ করলে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমনকি যখন আমরা একা এবং হারিয়ে বোধ করি, আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন এবং আমাদের কখনই ত্যাগ করবেন না।

সূরা দুহা বিয়ে করতে সাহায্য করে

সূরা আদ-দুহা বিয়ে করতে সাহায্য করে বলে জানা গেছে। এটি একটি অনুস্মারক যে আল্লাহই আমাদেরকে সুখী এবং পরিপূর্ণ বিবাহ সহ সমস্ত ভাল জিনিস দিয়ে আশীর্বাদ করেন।

যারা বিয়ে করতে চান তাদের জন্য সূরা আদ-দুহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলির মধ্যে একটি হল বিয়ে। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর একটি সুন্নাত এবং অনেক ফজিলত অর্জনের মাধ্যম। বিবাহ সম্পর্কে সেরা জিনিসগুলির মধ্যে একটি হল এটি আমাদেরকে আরও ভাল মুসলিম হতে সাহায্য করে।

  • এটি বারাকাহ (আশীর্বাদ) নিয়ে আসে
  • যারা ইতিমধ্যে বিবাহিত তাদের জন্যও এটি খুবই উপকারী।
  • এই সূরাটি ঘরে শান্তি ও সুখ নিয়ে আসে।
  • এটি দাম্পত্য সমস্যা সমাধানেও সাহায্য করে।
  • এই সূরাটি কার্যকরভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালবাসা এবং স্নেহ বৃদ্ধি করে।
  • এটি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও সাহায্য করে।
  • সন্তানের সংখ্যা বৃদ্ধিতে এই সূরাটি খুবই কার্যকরী।
  • এই সূরাটি পরিবারকে সকল প্রকার বিপর্যয় ও বিপর্যয় থেকে রক্ষা করতে সাহায্য করে।

এই কারণে, আমাদের বিবাহকে শক্তিশালী ও সফল করার জন্য আল্লাহ আমাদের জন্য কিছু বিষয় নির্ধারণ করেছেন। এর মধ্যে একটি হল সূরা আদ-দুহা পাঠ করা

সুরা আদ-দুহা কবিতা - কাজী নজরুল ইসলাম

আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সূরা আদ-দোহা নিয়ে একটি কবিতা রচনা করেছেন। এটি মুলতঃ সূরা আদ-দোহা নিয়ে একটি বাংলা পদ্যানুবাদ

কবি কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন তার জীবনে পবিত্র কুরানের সকল সূরা নিয়ে বাংলা পদ্যানুবাদ করতে। কিন্তু তিনি পারেন নি। আর তাই কবি আক্ষেপ করে বলেনঃ

"আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র "কোরআন" শরীফের বাংলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে সময়মতো তা করে উঠতে পারি নি............"

তো এবার চলুন সূরা দোহা নিয়ে কবি নজরুলের বাংলা পদ্যানুবাদ তথা কবিতাটি পড়ে নিই।

  • সুরা আদ-দুহা কবিতা
    - - - কবি কাজী নজরুল ইসলাম।
    • শপথ প্রথম দিবস- বেলার শপথ রাতের তিমির- ঘন,
    • করেন নি প্রভু বর্জন তোমা', করেন নি দুশমনী কখনো।
    • পরকাল সে যে উত্তমতর, হইকাল আর দুনিয়া হ'তে,
    • অচিরাত তব প্রভু দানিবেন (সম্পদ) খুশী হইবে যাতে।
    • পিতৃহীন সে তোমারে তিনি কি করেন নি পরে শরন দান?
    • ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনিই না তোমা পথ দেখান?
    • তিনি কি পাননি অভাবী তোমারে আভাব সব করেন মোচন?
    • করিয়ো না তাই পিতৃহীনের উপরে কখনো উতপীড়ন।
    • যে জন প্রার্থী--- তাহারে দেখিও করো না তিরস্কার কভু,
    • বক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু।
  • অনেক শীতল সুমধুর কন্ঠে শুনুন সুরা আদ দোহা বাংলা অর্থ সহ।
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url