আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ্ একটি বরকতময় শব্দ। পবিত্র কুরআন শরিফের সূরা ফাতেহা এর প্রথম শব্দ হলো ' আলহামদুলিল্লাহ্'। অর্থাৎ 'আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন' হলো সূরা ফাতেহার প্রথম লাইন। আজ আমরা 'ইস্তেগফার ব্লগ' এর আজকের পোস্ট এর মাধ্যমে 'আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ বাংলা অর্থ' এর পাশাপাশি আরো জেনে নিবো---
- আলহামদুলিল্লাহ কখন বলতে হয়?
- আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হয়?
- আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়?
- আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল
- হাঁচির জবাবে কি বলতে হয়?
- হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়?
- আলহামদুলিল্লাহ পিকচার
সহ আলহামদুলিল্লাহ নিয়ে আরো নানাবিধ বিষয়াদি। তো চলুন শুরু করি একে একে।
Table of Contents
আলহামদুলিল্লাহ অর্থ কি?
আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ্ শব্দ টি একটি আরবী শব্দ। আলহামদুলিল্লাহ শব্দের বাংলা অর্থ হলোঃ 'সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালা'র জন্য'। এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা'আলার প্রশংসা ঘোষণা করা হয়, শুকরিয়া আদায় করা হয়। সুতরাং আলহামদুলিল্লাহ মানে হলো মহান আল্লাহ্ পাকের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ মানে হলো মহান আল্লাহর শুকরিয়া আদায় করা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন - এটি পবিত্র কুরানের সূরা ফাতেহা'র প্রথম আয়াত। দুনিয়াতে যত নামাজ আছে সকল নামাজ ই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে পড়তে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাংলা অর্থ হলো সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা।
আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ
‘আলহামদুলিল্লাহ’র জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া।
--- [তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাজা: ২/১২৪৯]
আলহামদুলিল্লাহ বাংলা অর্থ
আলহামদুলিল্লাহ বাংলা অর্থ কি? আরবি: ٱلْحَمْدُ لِلَّٰهِ বা, al-Ḥamdu lillāh থেকেই বাংলা আলহামদুলিল্লাহ্ শব্দের উৎপত্তি। আলহামদুলিল্লাহ বাংলা অর্থ হলো 'মহান আল্লাহ তায়ালার জন্য প্রশংসা', 'মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া', 'মহান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা' ইত্যাদি।
আলহামদুলিল্লাহ বাংলা অর্থ হলোঃ
'সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ! মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করা মানেই হলো আলহামদুলিল্লাহ্!!'
আলহামদুলিল্লাহ কখন বলতে হয়?
আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? যে কোন শুভ কাজ কিংবা শুভ সংবাদ পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ্র প্রতি শুকরিয়া, শোকরানা, প্রশংসা প্রকাশ করতে আলহামদুলিল্লাহ বলতে হয়।
যে সময় গুলো তে আলহামদুলিল্লাহ বলতে হয় সেগুলো এক নজরে নিচে দেয়া হলোঃ
- ভাল কোন খবর শুনলে - আলহামদুলিল্লাহ পড়তে হয়
- হাঁচি আসলে - আলহামদুলিল্লাহ পড়তে হয়
- আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে - আলহামদুলিল্লাহ পড়তে হয়
- কেউ 'কেমন আসছেন?' জিজ্ঞেস করলে উত্তরে - আলহামদুলিল্লাহ পড়তে হয়
- হালাল রিজিক খেয়ে তৃপ্তি পেলে - আলহামদুলিল্লাহ পড়তে হয়
- মহান আল্লাহর দেয়া কোন নিয়ামতের জন্য - আলহামদুলিল্লাহ পড়তে হয়
সুতরাং আমরা যে কোন কাজের সফলতা, ভাল কোন খবর সহ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতার জন্য, মহান আল্লাহর শোকর গুজার করার জন্য, মহান আল্লাহর প্রশংসা প্রকাশ করার জন্য খালেস নিয়তে আলহামদুলিল্লাহ্ পড়ে নিবো - - - ইনশাআল্লাহ্!
আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়?
আলহামদুলিল্লাহ কখন পড়তে হয়? আলহামদুলিল্লাহ্ পড়ার জন্য ধরা বাঁধা কিংবা নির্দিষ্ট কোন সময় নেই বললেই চলে। কেননা 'আলহামদুলিল্লাহ্' শব্দটি জিকির এর ই একটি অংশ। যেমনঃ
সুবহানাল্লাহ,
- আলহামদুলিল্লাহ,
- - লা ইলাহা ইল্লাল্লাহ,
- - - আল্লাহু আকবর!
এছাড়াও প্রতি ফরয নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করার পর এই দোয়া (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু...) ১বার পাঠ করে মোট ১০০ বার পূর্ণ করবে তার সমস্ত গুনাহ(ছগীরা) মাফ হয়ে যাবে; যদিও তা সুমুদ্রের ফেনা পরিমাণ হয়। (সহিহ মুসলিম: ১৩৮০)।
আলহামদুলিল্লাহ বললে কি বলতে হয়?
কেউ যদি হাঁচি দেয় আর বলে 'আলহামদুলিল্লাহ্', তখন তাঁর কি জবাব দিতে হয়? আলহামদুলিল্লাহ এর জবাবে কি বলতে হয়? মুমিন মুসলমান হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ বললে কি বলতে হয়?' আলহামদুলিল্লাহ্ এর জবাবে বলতে হয় 'ইয়ারহামুকাল্লাহ'।
আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল
আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল মানে কি? আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল কখন বলতে হয়? আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল কখন পড়তে হয়? এর উত্তর হলো অপছন্দনীয় অবস্থায় থাকলে কিংবা অপছন্দনীয় কোন কিছু দেখলে অথবা শুনলে বলতে হয়— ‘আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।’
আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল বাক্য টি যদি শাব্দিক অর্থ করা হয় তাহলে দাঁড়ায় আল মানে হলো 'সমস্ত', হামদু মানে হলো 'প্রশংসা'; আলা মানে হলো 'উপরে', কুল্লি মানে হলো 'প্রত্যেক', হাল মানে হলো 'অবস্থা'।
আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল এর বাংলা অর্থ হলোঃ যেকোনো অবস্থায়, যে কোন পরিস্থিতিতে অর্থাৎ সর্বাবস্থায় সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য।
- - - [তিরমিজি ও ইবনে মাজাহ]।
বিপদে-আপদে, সুখে-দুখে সর্বাবস্থায় সবসময় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকর ও সন্তুষ্টি প্রকাশের কৃতজ্ঞতামূলক বাক্য হলো 'আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল' ৷
- মন ভালো করার দোয়া🌸
- - - ["আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হালিন"]❤️
আলহামদুলিল্লাহ্ ভালো
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে 'আপনি কেমন আছেন?' তাহলে তার উত্তরে বলতে হয় 'আলহামদুলিল্লাহ ভাল' কিংবা 'আলহামদুলিল্লাহ ভাল আছি' 🙂। একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমান এর সাথে সালাম বিনিময়ের পর কুশলাদি বিনিময় কালে একে অপরের খোঁজখবর নেয়া, কেমন আছেন জিজ্ঞেস করা হলে তার প্রতি-উত্তরে 'আলহামদুলিল্লাহ্ ভালো' বলতে হয়।
ছুম্মা আলহামদুলিল্লাহ অর্থ কি?
প্রথমেই জেনে নিই 'ছুম্মা' শব্দটির অর্থ কি?' ছুম্মা শব্দের অর্থ হলো 'অতঃপর' 'আবারও' 'পুনরায়' ইত্যাদি। আর আলহামদুলিল্লাহ শব্দটির অর্থ 'সকল প্রশংসা, সকল শুকরিয়া মহান আল্লাহ্র জন্য'। তাহলে এখন 'ছুম্মা আলহামদুলিল্লাহ অর্থ কি?'
ছুম্মা আলহামদুলিল্লাহ অর্থ হলো বার বার কিংবা আবারও আল্লাহর প্রশংসা, আবারও আল্লাহর শুকরিয়া। যেমন আমরা বলে থাকি 'আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্, ছুম্মা আলহামদুলিল্লাহ্ ❤️'।
সাধারণত আমরা যখন আল্লাহ্র শুকরিয়া ও প্রশংসা যখন মন থেকে বারংবার বলতে চাই, প্রকাশ করতে চাই তখনই বলি - 'ছুম্মা আলহামদুলিল্লাহ'।
হাঁচির জবাবে কি বলতে হয়?
হাঁচির জবাবে কি বলতে হয়? কেউ হাঁচি দিয়ে যদি বলে 'আলহামদুলিল্লাহ' তার প্রতি-উত্তরে বলতে হবে ' ইয়ারহামুকাল্লাহ'। হাঁচির 'আলহামদুলিল্লাহ' জবাবে 'ইয়ারহামুকাল্লাহ' বলা মুসলিমের হক ও ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ মানে হল 'আল্লাহ আপনার উপর রহম (করুণা) করুন।'
Istighfar Blog থেকে আরো পড়ুন...
হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়?
আমাদের চলমান জীবনে যা কিছু ঘটে তা থেকেই আমাদের প্রতিনিয়ত শিখার অনেক কিছু আছে। মহান আল্লাহ সকল কিছুর মধ্যেই আমাদের জন্য কোন না কোন কল্যাণ নিহিত রেখেছেন। হাঁচি একটা সাধারণ ব্যাপার হলেও এর মধ্যেও আমাদের জন্য রয়েছে কল্যাণকর ও শিক্ষণীয় অনেক বিষয়। সেটা কেমন? চলুন জেনে নিই---
বান্দার জন্য হাঁচি আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ নিয়ামত। হাঁচি আমাদের গুরুতর অনেক সংক্রমণ থেকে রক্ষা করে। মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো 'হাঁচি'। ব্যাকটেরিয়া বা অন্য ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার চেষ্টা করলে হাঁচির মাধ্যমে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে শরীর থেকে বের হয়ে যায়। হাঁচি দিলে নাকে জমে থাকা বিভিন্ন জীবাণু, ধুলা, পরাগরেণু ইত্যাদি বের হয়ে যায়।
তাহলে এখন প্রশ্ন হলো - 'হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়?' হাঁচির মাধ্যমে আমরা যেহেতু ক্ষতিকর জীবাণু থেকে পরিত্রাণ পাই তাঁর শোকরানা হিসেবে, মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের কে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়।
কোন মুমিন-মুসলমান হাঁচি দিলে 'আলহামদুলিল্লাহ্' বলার রীতি সেই মানব সৃষ্টির শুরু থেকে চলে এসেছে। এই বিষয়ে একটি হাদিস আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
‘ মহান আল্লাহ সুবহানাহু তায়ালা যখন হযরত আদম আলাইহিস সালাম এর দেহের মধ্যে রুহ দান করলেন করেন, অতঃপর রুহ যখন তাঁর মাথায় পৌঁছে তখন তিনি হাঁচি দেন; তারপর বলেন,
‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।’
আল্লাহ তাঁর জবাবে বলেনঃ
‘ইয়ারহামুকাল্লাহ’ ।
- - - [ইবনে হিব্বান; হাদিস : ৬১৬৫]
তবে হাঁচি দেয়ার সময় শিষ্ঠাচার মেনে হাঁচি দেয়া উত্তম। হাঁচি দেয়ার সময় অবশ্যই রুমাল বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা অত্যান্ত জরুরি। সম্ভব না হলে অন্তঃত হাত দ্বারা হলেও মুখে আবরণ করা।
- - -[তিরমিজি, আবু দাউদ]
মনে রাখতে হবে যাতে হাঁচির সঙ্গে বের হওয়া জীবাণুগুলো অন্যদের ক্ষতিগ্রস্ত না করে। তাই আমাদের উচিত হাঁচি এলে অবশ্যই মহান আল্লাহর শুকরিয়া করা, তাঁর পবিত্রতা বর্ণনা করা।
আলহামদুলিল্লাহ পিকচার
আলহামদুলিল্লাহ পিকচার, আলহামদুলিল্লাহ ছবি কয়েকটি নিচে দেয়া হলোঃ
আপনি কি আলহামদুলিল্লাহ্ লেখা আরো কিছু ইসলামিক পিকচার পেতে চান? তাহলে চলে আসুন ইস্তেগফার ব্লগ এই পোস্ট এ। এখানে অনেকগুলো আলহামদুলিল্লাহ্ লেখা ছবি ও পিকচার পাবেন।আলহামদুলিল্লাহ লেখা ছবি - আলহামদুলিল্লাহ লেখা পিক - ইসলামিক পিকচার
ধন্যবাদ আপনাকে 'ইস্তেগফার ব্লগ' এর আজকের এই 'আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ বাংলা অর্থ ' আয়োজনের সাথে থাকার জন্য। মহান আল্লাহ আমাদের ছোট ছোট আমল ও দোয়া গুলো কে জান্নাতের বিনিময়ে কবুল করুন - - - আমিন।