সুরা মুলকের তাফসির বাংলা - সুরা মুলকের ফজিলত

সুরা মুলকের তাফসির বাংলা - সুরা মুলকের ফজিলত; সুরা মুলক এর তাফসির - মিজানুর রহমান আজহারী; সুরা মুলক আমল; সুরা মুলকের বাংলা তাফসির এর ৭টি ধাপ;

সুরা মুলকের তাফসির বাংলাঃ ভূমিকা

সুরা মুলকের তাফসির বাংলা তাফসীর ও ফজিলত শুরু করার আগে জানাই আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহু। মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আশাকরি শবাই ভালো আছেন। আজ আমরা 'ইস্তেগফার ব্লগ' আজকের আয়োজনে জানবো পবিত্র কুরআনের মহিমান্বিত সুরা 'সুরা মুলক' নিয়ে কিছু দরকারী তথ্য। সুরা মূলক পবিত্র কালামে পাকের ২৯ পারায় স্থান পাওয়া ৬৭ নম্বর সুরা। এর আয়াত সংখ্যা ৩০ টি, এতে রুকু আছে ২টি। 'সুরা মুলক এর তাফসীর' নিয়ে চলুন শুরু করি আজকের আলোচনা।

সুরা মুলক এর তাফসির

পবিত্র কুরান এর তাফসির বলতে আমরা বুঝি কুরান শরীফের কোন আয়াত কিংবা পূর্ণাঙ্গ সুরা নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে সুরা মুলকের তাফসীর হিসেবে আমরা জানবো সুরা মুলকের আয়াত গুলোর গুরুত্বপূর্ণ কথাগুলো।

surah mulk tafsir bangla

সুরা মুলক এর তাফসীর বাংলা

সুরা মুলকে একদিকে যেমন ইসলামী শিক্ষার মূল বিষয়গুলো সুন্দর ও সুচারু ভাবে তুলে ধরা হয়েছে তেমনি অন্যদিকে যেসব লোক বেপরোয়া ও অমনোযোগী ছিল তাদেরকে অত্যন্ত কার্যকরভাবে সতর্ক ও সজাগ করে দেয়া হয়েছে। শুধু তাই না! সেই সাথে মানুষের বেপরোয়া মনোভাব ও অমনোযোগিতা দূর করা, মানুষকে ভেবে চিন্তে দেখতে বাধ্য করা এবং মানুষের ঘুমন্ত বিবেক কে জাগ্রত করার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

সুরা মুলকের বাংলা তাফসীর সবার বুঝার সুবিধার্থে আমরা সুরা মূলকের আলোচনার বিষয়বস্তু গুলোতে মোট ৭টি ধাপে ভাগ করেছি। তো চলুন একে একে জেনে আসি সুরা মুলকের বাংলা তাফসির এর ৭টি ধাপ।

surah-mulk-tafsir-7-step-istighfar-blog

সুরা মুলক এর তাফসীর বাংলা ১ম ধাপ

সুরা মুলক এর তাফসীর বাংলা ১ম ধাপে আমরা কথা বলবো সুরা মুলকের ১ম ৫টি আয়াত নিয়ে। শুরুর প্রথম পাঁচটি আয়াতে মানুষের এ অনুভূতিকে জাগিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। মানুষ যে দুনিয়াতে / পৃথিবীতে বসবাস করছে তা হলো এক চমৎকার, সাজানো-গোছানো, সুশৃংখল ও সুদৃঢ় সাম্রাজ্য। কোন প্রচেষ্টা কিংবা হাজারো গভেষনা করেও সেখানে কোন ভুল, কোন রকম দোষ-ত্রুটি , অসম্পূর্ণতা, কিংবা বিশৃংখলার সন্ধান পাওয়া যাবে না।

সুরা মুলক এর তাফসীর বাংলা ১ম ধাপে আরো উল্লখেয় যে, কোন এক সময় এই সুন্দর, সাজানো-গোছানো দুনিয়ার কোন অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ্‌ তায়ালা ই একে অস্তিত্ব দান করেছেন; সারা দুনিয়ার সকল কিছুর পরিচালনা, ব্যবস্থাপনা ও শাসনকার্যের সমস্ত ভার, ইখতিয়ার সম্পূর্ণভাবে একমাত্র মহান আল্লাহ্‌ পাকের হাতে। পাশাপাশি মানুষ কে একথাও বলে দেয়া হয়েছে যে, এ পরম জ্ঞানগর্ভ ও যুক্তিসংগত ব্যবস্থাসঙ্গত ব্যবস্থার মধ্যে তাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি। উপরন্তু মানুষকে এখানে তাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। দুনিয়া হচ্ছে মানুষের জন্য পরীক্ষাগার। মানুষ কেবল সৎকর্ম দ্বারাই এ পরীক্ষায় সফলতা লাভ করতে পারবে।

সুরা মুলক এর তাফসীর বাংলা ১ম ধাপে মুলতঃ মহান আল্লাহ্‌ পাকের শক্তি এবং ক্ষমতার বর্ণনা দেয়া হয়েছে।

সুরা মুলক এর তাফসীর বাংলা ২য় ধাপ

সুরা মুলক এর তাফসীর বাংলা ২য় ধাপে কুফরীর ভয়াবহ পরিণাম এর কথা বলা হয়েছে। সুরা মুলকের ৬ থেকে ১১ নম্বর আয়াতে তা বর্ণনা করা হয়েছে। মানুষকে জানিয়ে দেয়া হয়েছে যে, মহান আল্লাহ্‌ তাঁর প্রতিনিধি নবী-রাসুল পাঠিয়ে এ দুনিয়াতেই সে ভয়াবহ পরিণাম সম্পর্কে আগেই সতর্ক এবং সামাধান করে দিয়েছেন। এখন মানুষ যদি এ পৃথিবীতে নবী-রাসুলদের কথা না মেনে নিয়ে নিজেদের আচরণ ও চাল-চলন সংশোধন না করো তাহলে আখেরাতে তারা নিজেরাই একথা স্বীকার করতে বাধ্য হবে। তাদেরকে যে শাস্তি দেয়া হচ্ছে প্রকৃতপক্ষে তারা তার উপযোগী। এটাই তাদের কৃতকর্মের ফল।

সুরা মুলক এর তাফসীর বাংলা ৩য় ধাপ

১২থেকে ১৪ নম্বর আয়াত কে সুরা মুলক এর তাফসীর বাংলা ৩য় ধাপ হিসেবে ভাগ করেছি। এই আয়াত গুলোতে এই নিগুঢ় ও পরম সত্যটি বুঝানো হয়েছে যে, আল্লাহ্‌ তাঁর সৃষ্টি সম্পর্কে বেখবর থাকতে পারেন না। তিনি গোপন ও প্রকাশ্য প্রত্যেকটি কাজ ও কথা এমনকি মানুষের মনের কল্পনাসমূহ পর্যন্ত জানেন।

সুরা মুলক এর তাফসীর বাংলা ৩য় ধাপে আরো উল্লখে করা হয়েছে:

'খারাপ কাজের জন্য দুনিয়াতে পাকড়াও করার মত কোন শক্তি থাক বা না থাক কিংবা ঐ কাজ দ্বারা দুনিয়াতে কোন ক্ষতি হোক বা না হোক; মানুষ সবসময় অদৃশ্য আল্লাহ্‌র সামনে জবাবদিহির ভয়ে সব রকম মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং অন্যকেও বিরত থাকার আহ্বান করবে।'

যারা মহান আল্লাহ্‌র বিধিনিষেধ মেনে চলবে তারা আখেরাতে তারা বিরাট পুরস্কার ও ক্ষমালাভের যোগ্য বলে গণ্য হবে।

সুরা মুলক এর তাফসীর বাংলা ৪র্থ ধাপ

সুরা মুলক এর তাফসীর বাংলা ৪র্থ ধাপ হলো এই সুরার ১৫ থেকে ২৩ নম্বর আয়াত। এই আয়াত গুলোতে পরপর কিছু অবহেলিত সত্যের প্রতি ইশারা-ইংগিত দিয়ে সে সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান করা হয়েছে। এগুলোকে মানুষ দুনিয়ায় নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা বা, ব্যাপার মনে করে সন্ধানী দৃষ্টি মেলে দেখে না। সুরা মুলক এর তাফসীর বাংলা ৪র্থ ধাপে আরো বলা হয়েছেঃ

এ মাটির প্রতি লক্ষ্য করে দেখো। এর ওপর তোমরা নিশ্চিন্তে আরামে চলাফেরা করছো, বিচরণ করছো; তা থেকে নিজেদের প্রয়োজনীয় রিযিক সংগ্রহ করছো। আল্লাহ্‌ তা’আলাই এ জমিন কে তোমাদের আনুগত করে দিয়েছেন। তা না হলে যে কোন সময় এ জমিনের উপর ভূমিকম্প সংঘটিত হয়ে তা তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কিংবা এমন ঝড়- ঝাঞ্চা আসতে পারে যা তোমাদের সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। মাথার ওপরে উড়ন্ত পাখীগুলোর প্রতি লক্ষ করো। আল্লাহ্‌ই তো ওগুলোকে শূন্যে ধরে রাখেন। নিজেদের সমন্ত উপায়-উপকরণের প্রতি গভীরভাবে লক্ষ করে দেখো। আল্লাহ্‌ যদি তোমাদের শাস্তি দিতে চান তাহলে এমন কে আছে, যে তোমাদেরকে রক্ষা করতে পারে? আর আল্লাহ্‌ যদি তোমাদের রিযিকের দরজা বন্ধ করে দেন, তাহলে এমন কে আছে, যে তা খুলে দিতে পারে? তোমাদেরকে প্রকৃত সত্য জানিয়ে দেয়ার জন্য এগুলো সবই প্রস্তুত আছে। কিন্তু এগুলোকে তোমরা পশু ও জীব-জন্তুর দৃষ্টিতে দেখে থাকো। পশুরা এসব দেখে কোন সিদ্ধান্ত নিতে পারে না। মানুষ হিসেবে আল্লাহ্‌ তোমাদেরকে যে শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং চিন্তা ও বোধশক্তি সম্পন্ন মস্তিষ্ক দিয়েছেন , তা তোমরা কাজে লাগাও না। আর এ কারণেই তোমরা সঠিক পথ দেখতে পাও না।

সুরা মুলক এর তাফসীর বাংলা ৫ম ধাপ

সুরা মুলক এর তাফসীর বাংলা ৫ম ধাপ হলো ২৪ থেকে ২৭ নম্বর আয়াত। এই আয়াত গুলোতে বলা হয়েছে যে, অবশেষে একদিন তোমাদের কে নিশ্চিতভাবে আল্লাহ্‌র সামনে হাজির হতে হবে। নবী-রাসুলদের কাজ এই নয় যে, নবী-রাসুল তোমাদেরকে সেই দিনটির আগমনের সময় ও তারিখ বলে দেবেন। তাদের কাজ তো শুধু এতটুকু যে, সেই দিনটির আসার আগেই সতর্ক ও সজাগ করে দেয়া, সমধান বাৎলে দেয়া। আজ তোমরা তাদের কথা মানছো ন। বরং ঐ দিনটি তোমাদের সামনে হাজির করে দেখিয়ে দেয়ার দাবী করছো। কিন্তু যখন তা এসে যাবে এবং তোমরা তা চোখের সামনে হাজির দেখতে পাবে তখন তোমরা অবাক হয়ে যাবে, বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেলবে।

Istighfar Blog থেকে আরো পড়ুন...

সুরা মুলক এর তাফসীর বাংলা ৬ষ্ঠ ধাপ

সুরা মুলকের ২৮ থেকে ২৯ নম্বর আয়াত হলো সুরা মুলক এর তাফসীর বাংলা ৬ষ্ঠ ধাপ। এই আয়াত দুটিতে মক্কার কাফেরদের কিছু কথার জবাব দেয়া হয়েছে। এসব কথা তারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের বিরুদ্ধে বলতো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অভিশাপ দিতো। তাঁর ও ঈমানদার সাথীদের ধ্বংস কামনা করতো। তাই বলা হয়েছে যে, তোমাদেরকে সৎ পথের দিকে আহবানকারীরা ধ্বংস হয়ে যাক বা আল্লাহ্‌ তাদের প্রতি রহম করুক তাতে তোমাদের ভাগ্যের পরিবর্তন কি করে হবে? তোমরা নিজের জন্য চিন্তা করো।

আল্লাহ্‌র আযাব যদি তোমাদের ওপর এসে পড়ে তাহলে কে তোমাদেরকে রক্ষা করবে?

যারা আল্লাহ্‌র ওপর ঈমান এনেছে এবং যাঁরা তাঁর ওপরে তাওয়াক্কুল করেছে তোমরা মনে করছো তারা গোমরাহ হয়ে গিয়েছে। কিন্তু এমন এক সময় আসবে যখন প্রকৃত বিপদ্গামী আর গোমরাহ কারা তা প্রকাশ হয়ে পড়বে।

সুরা মুলক এর তাফসীর বাংলা ৭ম ধাপ

সুরা মুলক এর তাফসীর বাংলা ৭ম ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপে সূরা মুলকের ৩০ নং আয়াতে মানুষের কাছে একটি প্রশ্ন রাখা হয়েছে। এর পাশাপাশি সে সম্পর্কে চিন্তা-ভাবনা করে দেখতে বলা হয়েছে। সেটি হলোঃ

মরুভূমি ও পবর্তময় আরবভূমিতে যেখানে তোমাদের জীবন পুরোটাই পানির ওপর নির্ভরশীল, পানির এসব ঝরণা ভূগর্ভ থেকেই উৎপত্তি; ভু-গর্ভ থেকেই বেরিয়ে এসেছে। এসব জায়গায় পানির উৎসগুলো যদি ভু-গর্ভের আরো নীচে নেমে চলে যায়া কিংবা উধাও হয়ে যায় তাহলে আর এমন কোন শক্তি কি আছে, যে এই স্রোতধারা-ধারা তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারে।

আশাকরি সুরা মুলকের বাংলা তাফসির থেকে ধাপে ধাপে আলোচনা থেকে অনেক কিছুই জানতে পেরেছেন। মহান আল্লাহ্‌ আমাদের কে সুরা মুলকের তাফসির বুঝার ও আমল করার তৌফিক দিন... আমিন।

সুরা মুলক এর তাফসির - মিজানুর রহমান আজহারী

ইউটিউব সহ জনপ্রিয় সকল সোসাল মিডিয়া তে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ দের অনেকে আলোচনা ও তাফসির পাওয়া যাবে সুরা মুলক নিয়ে। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরান, বিশিষ্ট ইসলামিক গভেষক ও সুপরিচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের একটি ইউটিউব ভিডিও নিচে দেয়া হলো। আশাকরি উনার সুরা মুলক এর তাফসির থেকে আপনারা ভাল কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ্‌।

সুরা মুলক এর তাফসির বাংলা - মিজানুর রহমান আজহারী হুজুর এর ভিডিও থেকে আশাকরি ভাল ভাবে বুঝতে পেরেছেন।

সুরা মুলকের তাফসির বাংলা ও ফজিলত: উপসংহার

আজ এখানেই ইতি টানলাম। আশাকরি 'সুরা মুলকের তাফসির বাংলা' থেকে আপনারা ভাল কিছু তথ্য পেয়েছেন। মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের সবাইকে সুরা মুলকের তাফসির বাংলা এর পাশাপাশি সুরা মুলকের ফজিলত বুঝার তৌফিক দান করুন, নিয়মিত সুরা মুলক আমল করার তৌফিক দানা করুন। আমাদের দৈনন্দিন জীবনের আমল ও দোয়া গুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করুন... আমিন। কোন মন্তব্য বা, পরামর্শ থাকলে কমেন্ট এ জানাবেন।

About the author

Istighfar Blog
স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।