নিয়মিত ইসলামিক ব্লগ পড়তে চোখ রাখুন ইস্তেগফার ব্লগ এ। Sitemap!

দোয়া কবুলের আমল - যেসব আমল করলে দোয়া কবুল হয়

দোয়া কবুলের আমল গুলো কি কি?; দোয়া কবুলের আমল - যেসব আমল করলে দোয়া কবুল হয়; দোয়া কবুল হওয়ার সময়; কোন কোন দোয়া পড়লে মনের আশা কবুল হয়? ইসমে আজম;

দোয়া কবুলের আমলঃ শুরুর কথা

আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ! কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি ইস্তেগফার ব্লগ - এর আজকের দোয়া কবুলের আমল, এবং যেসব আমল করলে দোয়া কবুল হয় বিষয়ক আয়োজনে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সুস্থ ও নিরাপদে আছেন। তো চলুন শুরু করা যাক।

দোয়া কবুলের আমল

আপনি দোয়া কবুলের আমল করেই যাচ্ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছেনা! এর জন্য আপনাকে ভেবে চিন্তে আমল করা জরুরী। চলমান জীবনে হতাশা, দুশ্চিন্তা, বিপদ-আপদ থেকে মুক্তির জন্যই আমরা মহান আল্লাহ্‌ তায়ালার কাছে ক্ষমা চাই, দোয়া চাই। দোয়া কবুলের আমল করে যাই। কিন্তু দোয়া কবুল না হলে আরো বেশি মন ভেঙ্গে যায়। আরো হতাশ হয়ে যাই, দুশ্চিন্তা বেড়ে যায়।

কিন্তু তা তখনই কাম্য নয়। আল্লাহ্‌ তায়ালা ছবর-কারী'কেই পছন্দ করেন। তাই হতাশ না হয়ে আমাদের কে ধৈর্য ধরে আমল করে যেতে হবে।

dua-kobuler-golpo-amol-dua-istighfar-blog

দোয়া কবুলের আমল গুলো কি কি?

দোয়া কবুলের আমল গুলো কি কি? কোন কোন আমল গুলো করলে দোয়া কবুল হবে?

দোয়া কবুলের আমল অনেক গুলো আছে। কুরআন ও হাদিসে অনেক আয়াত ও দোয়া আছে। তবে যেসব আমল করলে দোয়া কবুল হয় সেসব আমল গুলোর কয়েকটি নিচে দেয়া হলো লিস্ট আকারে।

দোয়া কবুলের আমল গুলো'র মধ্যে শ্রেষ্ঠ ৬ টি আমলঃ

উপরে বর্নিত দোয়া কবুলের আমল গুলো আপনি সহজে করতে পারবেন। শুধু দরকার একটু মন-মানসিকতার; একটু দৃঢ় ঈমানের। দোয়া কবুলের আমল গুলো খুব সহজ ও কম সময়ে যে কোন সময় করা যায়।

আপনি কি মুস্তাজাবুদ দাওয়াহ হতে চান? তাহলে হারাম সম্পদ বর্জন করুন। কেউ যদি এক জাররা পরিমান হারাম খায় তাহলে তার কোন ইবাদত বন্দেগী কিছুই আল্লাহ্‌র দরবারে কবুল হয় না!

দোয়া কবুলের আমল | দোয়া কবুল হওয়ার সময়

দোয়া কবুলের আমল গুলো কখন করলে দোয়া কবুল হয়? দোয়া কবুল হওয়ার সময় কোনটি?

দোয়া কবুলের শ্রেষ্ঠ কয়েকটি সময় নিচে দেয়া হলো।

দোয়া কবুলের সেরা ৭টি সময়ঃ

  1. তাহাজ্জুদ এর নামাজের সময়
  2. সিজদায় যে দোয়া করা হয়
  3. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া
  4. ফরজ নামাজের এর পরে যে দোয়া করা হয়
  5. আরাফাতের দিনে যে দোয়া করা হয়
  6. রোজাদার এর ইফতারের সময়ের দোয়া
  7. বৃষ্টি হওয়ার সময়ে যদি কোন দোয়া করা হয় সেই দোয়া

উপরোক্ত সেরা ৭ টি দোয়া কবুলের সময়ের মধ্যে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হলো তাহাজ্জুদ এর নামাজ। আমি মনে করি এটাই দোয়া কবুলের অন্যতম ইবাদত।

তাহাজ্জুদ নামাজের সময় সবাই ঘুমে থাকে। দুনিয়া থাকে নিরব নিস্তব্দ। এই সময় কেউ আল্লাহ্‌র কাছে দোয়া করলে সেই দোয়া বিফলে যায়না। এই সময় আল্লাহ্‌র দরবারে হাত উঠলে আল্লাহ্‌ সেই হাত খালি হাতে ফিরিয়ে দেন না!

সুতরাং যাদের দোয়া কবুল হয়না, বেশি বেশি তাহাজ্জুদ গুজার করতে থাকুন। আল্লাহ্‌ অবশ্যই আপনার মনের প্যারেশানি বুঝবেন এবং আপনার দোয়া কবুল করে নিবেন।

দোয়া কবুলের আমল | দোয়া কবুলের তাসবিহ

দোয়া কবুলের আমল হিসেবে নিয়মিত জিকির আসকার করতে পারেন। এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করা লাগবে না। চলতে ফিরতে যে কোন সময় আপনি ছোট ছোট দোয়া, জিকির, দোয়া কবুলের তাসবিহ গুলো আমল করতে পারেন।

দোয়া কবুলের আমলদোয়া কবুলের তাসবিহ হিসেবে নিচে একটি তাসবিহ দিলাম। এটি খুব সহজ একটি হাদিস ও জিকির।

দোয়া কবুলের তাসবিহ:

সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবর!

এটি যদিও একটি ছোট্ট তাসবিহ; এই ছোট্ট আমলে বান্দা যা চাইবে তা-ই পাবে। দোয়া কবুলের আমল হিসেবে এটি শ্রেষ্ঠ একটি তাসবিহ ও জিকির।

কোন কোন দোয়া পড়লে মনের আশা কবুল হয়?

কোন কোন দোয়া পড়লে মনের আশা কবুল হয়? যে দোয়া পড়লে আল্লাহ্‌ মনের নেক বাসনা, নেক ইচ্ছা পূর্ণ করে দেন?

মনের আশা পূরণ হওয়ার একটি পরীক্ষীত আমল। রাতের বেলা এই দোয়া টি পড়ুনঃ

প্রথমে রাসূলের এর উপর দরূদ পাঠ করুন তিন বার বা পাঁচ বার বা সাত বার। অতপর পড়ুন ‘আল্লাহুস সামাদ’ অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী।
এটি সাত বার পড়ুন। তারপর আবারা রাসূল সাঃ এর উপর দরূদ পাঠ করুন।

মনের আশা পূরণ হওয়ার জন্য আরো আমল করুনঃ

"ইয়া জাহিরু"এই পাক নামটি রোজ এশার নামাযের পরে বা বাদে ৫০০ বার পাঠ করিলে আল্লাহ রহমতে মনের বাসনা পূর্ণ হয়।

মনের আশা পূরণ হওয়ার আরো একটি পরীক্ষীত আমল:

জুমার দিনে যে আমলে মনের আশা পূরণ হয় ।
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ আল্লাহ তায়ালা এই সিফাতি গুণবাচক নামটি সর্বনিম্ন ১০০ বার পাঠ করবেন। এবং তার পূর্বে তিনবার দরুদ শরিফ পড়ে দোয়া পড়ে আবার তিনবার দরুদ শরিফ পড়বেন।

‘ইসমে আজম’ - দোয়া কবুলের অনন্য উপায়!

মনের নেক বাসনা পূর্ণ হবার জন্য যেই দোয়া করা হয় সেই দোয়ার নাম 'ইসমে আজম'। মনের আশা পূরণে ‘ইসমে আজম’-এর আমল করতে পারেন।

ইসমে আজম দোয়াটির আরবীঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

মনের নেক বাসনা পূর্ণ হবার দোয়া ইসমে আজম এর বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।’ ( আবু দাউদ, হাদিস : ১৪৯৩)

মনের নেক বাসনা পূর্ণ হবার দোয়া ইসমে আজম এর বাংলা অর্থ :

‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।’

সুতরাং মনের আসা, মনের নেক ইচ্ছা পূর্ণ হবার জন্য নিয়মিত ইসমে আজম আমল করুন।

যেসব আমল করলে দোয়া কবুল হয়

একজন ঈমানদার ও মুমিন ব্যক্তির সব ইবাদত ও বন্দেগীর মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন; মহান আল্লাহ্‌ পাকের দয়া ও অনুগ্রহ লাভ করা। পবিত্র কুরআন ও হাদিস শরীফে এমন কিছু সময় ও আমলের কথা বলা হয়েছে, যা মুমিন বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ অর্জন কে গতিশীল ও ত্বরান্বিত করে। সেগুলোর মধ্যে ‘যেসব আমল করলে দোয়া কবুল হয়’ তার কয়েকটি তুলে ধরা হলো।

যেসব আমল করলে দোয়া কবুল হয় – ৩ টি সেরা আমল

চলুন একে একে জেন আসি যেসব আমল করলে দোয়া কবুল হয় সেগুলোর বর্ণনা একে একে।

dua-kobuler-amol-istighfar-blog

সার্বক্ষনিক জিকির ও দোয়া

শিরোনাম দেখে প্রশ্ন আসতেই পারে! সার্বক্ষনিক জিকির ও দোয়া কিভাবে করবো? সারাদিনের কাজের ব্যস্ততার জন্য কিভাবে জিকির করবো? কিভাবে দোয়া করবো? দোয়া ও জিকির করার জন্য তো সময় লাগবে।

যদি এটা চিন্তা করে থাকেন তাহলে বলবো আপনি ভুলের মধ্যে আছেন। সার্বক্ষনিক জিকির ও দোয়া আসলে সম্ভব। এটার জন্য আপনার মনের ইচ্ছা-শক্তিই যথেষ্ঠ! আপনাকে সারাদিন কাজে ব্যস্ত থাকতে হয় ভাল কথা। তাহলে কাজের মধ্যে থেকেও কিভাবে জিকির ও দোয়া করবেন?

আপনি কি জানেন যে কোন কাজের শুরুতে ‘বিসমিল্লাহ্‌’ বলে শুরু করা এটাও একটা দোয়া? কাজের ভিতর থেকেও আপনি আল্লাহ্‌র নাম জপে জপে জিকির করতে পারেন, রাসুল সাঃ এর উপর দরুদ পাঠ করতে পারেন। এতে আপনি শয়তানের কুমন্তনা থেকে মুক্তি পেতে পারেন।

সার্বক্ষনিক জিকির ও দোয়া নিয়ে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এর বয়ানে একটি হাদিস আছে। তিনি বলেনঃ

কোন একদিন আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে নামাজ আদায় করছিলাম। উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠলেন — আল্লাহু আকবর কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাসিরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা।

তখন রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেনঃ

এমন এমন শব্দগুলো কে বলেছে?
তখন ওই ব্যক্তি বলল, আমি হে আল্লাহর রাসুল(সাঃ)! তিনি বললেন, আমি এ ব্যাপারে আশ্চর্যবোধ করলাম। অতঃপর তিনি যা বললেন তার অর্থ হলো এ কারণে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।
--- (সুনানে নাসায়ি, হাদিস : ৮৮৭)

রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ

আপনার দোয়া কি কবুল হচ্ছে না? আমল করেও কোন ফল পাচ্ছেন না? রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ এর মাধ্যমে আপনি কি কখনো আল্লাহ্‌র কাছে খালেছ নিয়তে কিছু চেয়েছেন? যদি না করে থাকেন তাহলে করেই দেখুন না কবুল হয় কি না?

এ বিষয়ে আমরা হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস জেনে নিই। তিনি বলেন, নবী-করিম (সা.) বলেছেন, ‘রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন মহান আল্লাহ্‌ তায়াল পৃথিবীর কাছাকাছি আকাশে নেমে আসেন' আর বলেন:

  • কে আমাকে ডাকবে?
  • - - - আমি তার ডাকে সাড়া দিবো!
  • কে আমার কাছে কোন কিছু চাইবে?
  • - - - আমি তাকে তা দান করবো
  • কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে?
  • - - - আমি তাকে ক্ষমা করে দিবো!
- - - [সহিহ বুখারি; হাদিস নং : ১,১৪৫]

রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ এ দোয়া করলে কেউ ব্যর্থ হয়না! সেই দোয়া আল্লাহ্‌ ফিরিয়ে দেন না!!

Istighfar Blog থেকে আরো পড়ুন...

দোয়া কবুলের আশায় নফল রোজা রাখা

দোয়া কবুলের আশায় নফল রোজা রাখা এটাও একটা উত্তম আমল। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না : সেই তিন ব্যক্তি

  1. ন্যায়পরায়ণ শাসকের দোয়া,
  2. রোজাদারের দোয়া যখন সে ইফতার করে এবং
  3. অত্যাচারিত ব্যক্তির দোয়া।

অত্যাচারিত বা, মাজলুমের দোয়া কে আল্লাহ তায়ালা মেঘমালার ওপর তুলে নেন, তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ বলেন, "আমার ইজ্জত ও সম্মানের শপথ! কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব।"
--- [সুনানে তিরমিজি; হাদিস নং : ২,৫২৬]।

দোয়া কবুলের আশায় নফল রোজা রাখলে আল্লাহ্‌ তায়ালা মুমিন এর মনের আশা পূরণ করে নেন।

মহান আল্লাহ তা'আলা আমাদের মুসলিম উম্মাহকে সব সময় বেশি বেশি ইস্তিগফার এর সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। সুন্নতে-নববী'র অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন... আমিন।

দোয়া কবুলের আমল: শেষকথা

ধন্যবাদ আপনাকে ধৈর্য ধরে 'দোয়া কবুলের আমল । যেসব আমল করলে দোয়া কবুল হয়' পোস্ট টি পড়ার জন্য। আশাকরি 'দোয়া কবুলের আমল', 'দোয়া কবুলের গল্প' এবং 'যেসব আমল করলে দোয়া কবুল হয়' থেকে ভাল কিছু জেনেছেন। আল্লাহ তায়ালা আমাদের কে জানার পাশাপাশি মানার এবং আমল করার তৌফিক দিন। নিয়মিত যাতে আমরা সবাই ইস্তিগফার এর সাথেই থাকতে পারি এই কামনা...।

About the Author

স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.