দোয়া কুনুত বাংলা
কুরআন ও হাদীসে আল্লাহ্র কাছে ক্ষমা চাওয়ার অনেক দোয়া, তওবা, ইস্তেগফার আছে। তার মধ্যে দোয়া কুনুত এমন একটি দোয়া যা নামাজে অর্থাৎ বিতর নামাজে পড়া যায় এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া। আজ আমরা 'ইস্তেগফার ব্লগ'- এর এই পোস্ট এর মাধ্যমে কাভার করার চেষ্টা করবো 'দোয়া কুনুত বাংলা', 'দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারণ ও অর্থ সহ', 'বিতর নামাজে দোয়া কুনুত বাংলা', 'দোয়া কুনুত এর ফজিলত' এই সকল বিষয় গুলো নিয়ে। যে কোন দোয়ার বাংলা অর্থ জানলে সেই দোয়ার প্রতি একাগ্রতা ও মনযোগ বাড়ে। তাই আমরা আজকে 'দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারণ ও অর্থ সহ' জানাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করি 'দোয়া কুনুত বাংলা' নিয়ে বিস্তারিত।

দোয়া কুনুত মানে কি? দোয়া কুনুত শব্দের অর্থ কি?
শাব্দিক অর্থের দিক দিয়ে তরজমা করলে 'কুনুত' শব্দের অর্থ হলো 'আনুগত্য'। তাহলে 'দোয়া কুনুত মানে কি? দোয়া কুনুত মানে হলো আল্লাহ্র কাছে বা, আল্লাহ্র আনুগত্য করা। মহান আল্লাহ্ পাকের প্রতি আনুগত্য, নম্রতা এবং ভক্তি মানেই হলো দোয়া কুনুত।
দোয়া কুনুত কত প্রকার?
দোয়া কুনুত মুলতঃ দুই প্রকার।
- কুনুতে রাতেবা; যেটা বিতর নামাজে পড়া হয়।
- কুনুতে নাজেলা; যেটা বিপদ-আপদে ফরয সালাতে বিশেষ দুয়া চেয়ে করা হয়।
আমাদের দেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কুনুতে রাতেবা বেশি প্রচলন রয়েছে। বিতর নামাজে আমরা এটা পড়ে থাকি। কিন্তু কুনুতে নাজেলা খুব বেশি প্রচলন নেই বললেই চলে।
দোয়া কুনুত আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইতা
মূলত কুনুতে নাজেলার আরেক নাম হলো 'দোয়া কুনুত আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইতা'। এর আরবী উচ্চারণ এবং বাংলা অর্থসহ নিচে দেয়া হলো।
কুনুতে নাজেলা আরবী
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ اللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ ، اللَّهُمَّ الْعَنْ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ ، وَيُكَذِّبُونَ رُسُلَكَ ، وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ اللَّهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ ، وَأَنْزِلْ بِهِمْ بَأْسَكَ الَّذِى لاَ تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِى عَلَيْكَ وَلاَ نَكْفُرُكَ ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ ، وَلَكَ نُصَلِّى وَنَسْجُدُ ، وَلَكَ نَسْعَى وَنَحْفِدُ ، نَخْشَى عَذَابَكَ الْجَدَّ ، وَنَرْجُو رَحْمَتَكَ ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ مُلْحَقٌ.
দোয়া কুনুত আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইতা একটি ইউটিউব ভিডিও দেখুনঃ
কুনুতে নাজেলা আরবী'র বাংলা উচ্চারণ
‘আল্লাহুম্মাহদিনা ফিমান হাদাইতা,
ওয়া আফিনা ফিমান আফাইতা,
ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিকলানা ফিমা আত্বাইতা,
ওয়া ক্বিনা সাররি মা ক্বাদাইতা, ইন্নাকা তাক্বদি ওয়া লা ইউক্বদা আলাইকা,
ইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইতা ওয়ালা ইয়াইজ্জুমান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়াতাআলাইতা।’
‘আল্লাহুম্মাগফিরলানা, ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি,
ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, ওয়া আসলিহ জাতা বাইনিহিম,
ওয়াংচুরহুম আলা আদুয়্যিকা ওয়া আদুয়্যিহিম।
আল্লাহুম্মালআন কাফারাতা আহলিল কিতাবিল্লাজিনা ইয়াচুদ্দুনা আন সাবিলিকা,
ওয়া ইউকাজ্জিবুনা রুসুলাকা,
ওয়া ইউক্বাতিলুনা আওলিয়াআকা আল্লাহুম্মাখলিফ বাইনা কালিমাতিহিমা,
ওয়া যালযিল আক্বদামাহুম,
ওয়া আংযিল বিহিম বাসাকাল্লাজি লা তারুদ্দুহু আনিল ক্বাওমিল মুঝরিমিনা বিসমিল্লাহির রাহমানির রাহিমি আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়ানাসতাগফিরুকা ওয়া নুছনি আলাইকা ওয়া লা নাকফুরুকা,
ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়্যাফঝুরুকা বিসমিল্লাহির রাহমানির রাহিমি আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু,
ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসঝুদু,
ওয়া লাকা নাসআ ওয়া নাহফিদু,
নাখশা আজাবাকাল ঝাদ্দা,
ওয়া নারঝু রাহমাতাকা,
ইন্না আজাবাকা বিলকাফিরিয়না মুলহাক্ব।’
কুনুতে নাজেলা বাংলা অর্থসহ
কুনুতে নাজেলা বাংলা অর্থঃ
'হে আল্লাহ! আমাকে হেদায়েত করুন, যাদের আপনি হেদায়েত দান করেছেন তাদের সাথে।
শান্তি-স্বস্তি দান করুন, যাদের আপনি শান্তি স্বস্তি দান করেছেন তাদের সাথে।
আপনি আমার অভিভাবকত্ব গ্রহণ করুন; যাদের অভিভাবকত্ব আপনি গ্রহণ করেছেন তাদের সাথে।
বরকত দান করুন, যা আপনি দান করেছন আমকে তাতে এবং রক্ষা করুন আমাকে পর-অনিষ্ট হতে, যা আপনি নির্ধারণ করেছেন (আমার জন্য)।
কেননা আপনি নির্দেশ দান করুন, আপনার উপর নির্দেশদান করা চলে না।
বস্তুত সে ব্যক্তি অপমানিত হয় না যাকে আপনি মিত্র ভেবেছেন।
আর সম্মানিত হয় না সেই ব্যক্তি, যাকে আপনি শত্রু ভেবেছেন।
বরকতময় আপনি হে আমাদের প্রতিপালক আর আপনিই সুউচ্চ।
আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই রুজু হই।
হে আল্লাহ! ক্ষমা করুন আমাদেরকে এবং মুমিন নর-নারীদেরকে আর মুসলমান নর-নারীদেরকে।
তাদের অন্তরসমূহ কে জুড়িয়ে দিন আর তাদের মাঝে মীমাংসা করে দিন।
সাহায্য করুন তাদেরকে শত্রু ও তাদের শত্রুর বিরুদ্ধে।
হে আল্লাহ! লানত বর্ষণ করুন কাফেরদের প্রতি, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দ্বীনের পথে এবং অস্বীকার করে আপনার রাসূলদেরকে আর যুদ্ধবিগ্রহ করে মুমিনদের সাথে।
হে আল্লাহ! বিভেদ সৃষ্টি করে দিন তাদের কথার মাঝে এবং কম্পন সৃষ্টি করে দিন তাদের পদযুগলে আর নাজিল করুন আপনার এমন শাস্তি যা আপনি অপরাধীগণ থেকে অপসারণ করেন না।
কুনুতে নাজেলা কেন পড়তেন রাসুল সাঃ?
সাধারনত যখন মুসলমানদের উপর কোনো বালা-মুসিবত, বিপদ-আপদ আসে তখন এই দোয়া পড়তেন বিশ্বনবী সাঃ। কাফের, মুশরিক ও জালেমদের জন্য হেদায়েতের দোয়া কিংবা বদদোয়ার ক্ষেত্রে এই দোয়া পড়তেন তিনি। এছাড়াও বিশেষ কোনো প্রয়োজনীয় মুহূর্তে ফজরের ফরজ নামাজের দ্বিতীয় রাকাআতে রুকু থেকে দাঁড়িয়ে 'কুনুতে নাজেলা' পড়তেন মহানবী হযরত মুহাম্মদ সাঃ।
কুনুতে নাজেলা সম্পর্কে হাদিস
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন---
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজে সব সময় কুনুত (নাজেলাহ) পড়তেন না। শুধু পড়তেন কোনো জাতির জন্য দোয়া করতে বা বদদোয়া করার প্রয়োজন হলে। ফজরের (ফরজ) নামাজের দ্বিতীয় রাকাআতের রুকু থেকে মাথা উঠাতেন আর কুনুত পড়তেন ।
- - - [ইবনে খুজায়মা]
দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারণ ও অর্থ সহ
যারা আরবী পড়তে পারেন তাদের জন্য তো সমস্যা নেই। কিন্তু অনেকেই আছেন যারা আরবী ভাল করে পড়তে পারেন না। যারা আরবী পড়তে জানেন না তাদের জন্য দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারণ ও অর্থ সহ নিচে দেয়া হলো।

দোয়া কুনুত আরবী
দোয়া কুনুত আরবী ভাষায় নিচে দেয়া হলোঃ
দোয়া কুনুত আরবী'তেঃ পবিত্র হাদিস শরিফে যদিও দোয়া কুনুত নামে একাধিক দোয়া রয়েছে। তবে বিখ্যাত সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন বর্ণনার আলোকে বর্ণিত দোয়া কুনুত টি হলো-
اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ
দোয়া কুনুতের বাংলা উচ্চারণ নিচে দেয়া হলো।
দোয়া কুনুত বাংলা উচ্চারণঃ
'আল্লাহুম্মা ইন্না-নাস্তা ঈ’নুকা;
ওয়া নাস্তাগ্-ফিরুকা, ওয়া নু’মিনু বিকা,
ওয়া নাতাওয়াক্কালু আলাইকা; ওয়া নুছনী আলাইকাল খাইর।
ওয়া-নাশ কুরুকা; ওয়ালা নাকফুরুকা;
ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা।
আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী;
ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ;
ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা;
ওয়া নাখ-শা আযাবাকা, ইন্না আযাবাকা;
বিল কুফ্ফারি মুলহিক্ব।
আরবী কে বাংলায় উচ্চারণ করে লিখলে কিন্তু হুবহু হয় না। তাই আমাদের উচিৎ আরবী তে পড়া শিখে নেয়া।
দোয় কুনুত বাংলা অর্থ সহ
দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার জন্য আল্লাহ্র কাছে পানাহ চাওয়া হয় এই দোয়ার মাধ্যমে। দোয়া কুনুতের বাংলা সহজ অর্থ নিচে দেয়া হলোঃ
দোয়া কুনুত বাংলা অর্থঃ
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই।
তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি।
তোমার ওপর ঈমান আনি। তোমার ওপরই ভরসা করি।
আর তোমার প্রশংসা করি।
আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। অকৃতজ্ঞ হই না।
যে তোমার নাফরমানী করে, আমরা তাকে ত্যাগ করি, বর্জন করি।
হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং সেজদা করি।
তোমারই দিকে ধাবিত হই এবং তোমারই আনুগত্য করি।
তোমার রহমতের আশা রাখি আর তোমার আজাবকে ভয় করি।
নিশ্চয়ই তোমার আজাব কাফেরদের ধরে ফেলবে।
আল্লাহ্র মুমিন বান্দা আল্লাহর প্রশংসা ও গুণগানের সঙ্গে তার কাছে দুনিয়া ও পরকালের একান্ত কল্যাণ কামনা করে দোয়া কুনুত এর মাধ্যমে।
Dua Qunoot English
দোয়া কুনুত এর ইংরেজি অর্থ নিচে দেয়া হলোঃ
O' Allah! We implore You for help and beg forgiveness of You and believe in You and rely on You and extol You and we are thankful to You and are not ungrateful to You and we alienate and forsake those who disobey You. O' Allah! You alone do we worship and for You do we pray and prostrate and we betake to please You and present ourselves for the service in Your cause and we hope for Your mercy and fear Your chastisement. Undoubtedly, Your torment is going to overtake infidels O' Allah!
দোয়া কুনুত কখন পড়তে হয়?
এখন প্রশ্ন হলো 'দোয়া কুনুত কখন পড়তে হয়?' আমরা সাধারনভাবে যা জানি তা হলো, এশার নামাযের পর তিন রাকাত বিতর ওয়াজীব নামাযের তৃতীয় রাকাতে পড়তে হয় 'দোয়া কুনুত'। রুকুতে যাওয়ার আগে সুরা ফাতিহার সাথে অন্য সুরা পাঠের পরে পড়তে হয়।
দোয়া কুনুত যেহেতু এক ধরণের ইস্তেগফার সেহেতু আল্লাহ্র কাছে ক্ষমা চাওয়ার জন্য যে কোন সময় পড়া যেতে পারে। কারণ আল্লাহ্র কাছে ক্ষমা ও মাফ চাওয়ার জন্য ধরা বাঁধা কোন নিয়ম বা সময় নেই। সুতরাং দৈনন্দিন জীবনে চলতে ফিরতে তওবা, ইস্তেগফার এর মত এটা পড়া যাবে বলে মনে করেন আলেমগণ।
রাসুল (সা.)-এর রেওয়াত মতে 'বিতরের সালাতে দোয়া কুনুত রুকুর আগেও পড়তে পারেন দোয়া কুনুত'। আবার রুকুর পরেও পড়তে পারেন।
দোয়া কুনুত কোন সূরার অংশ?
পবিত্র কুরানের কোন আয়াত নয় দোয়া কুনুত। অনেকেই জানতে চান যে 'দোয়া কুনুত কোন সূরার অংশ?' তার উত্তর হলো দোয়া কুনুত আসলে কোন সুরার অংশ নয়। এটি মূলত একটি হাদীস ও দোয়া। অনলাইনে খোঁজ করেও পাইনি 'দোয়া কুনুত কোন সূরার অংশ?' এর উত্তর। আপনার কাছে যদি ভাল কোন রেফারেন্স থাকে তাহলে এই পোস্ট এর কমেন্ট এ মন্তব্য ও পরামর্শ জানালে উপকৃত হবো আমি ও সবাই।
বিতর নামাজে দোয়া কুনুত বাংলা
বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত আছে বিতর নামাজে আমাদের প্রিয় নবীজী সাঃ বিতর নামাজে দোয়া কুনুত পড়তেন। আমাদের ভারতীয় উপমহাদেশেও এই দোয়া বিতরের নামাজের শেষ রাকাতে পড়ার প্রচলন আছে। বিতর নামাজে দোয়া কুনুত বাংলা 'তেও পড়া যাবে। তবে আরবী পড়াই উত্তম।
বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম কি?
এবার জেনে নিই 'বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম কি?' আমরা সাধারণত বিতরের তিন রাকাত সালাত আদায়কালে দুই রাকাত পড়ে আত্তাহিয়াতু/তাশাহুদ পড়ে আল্লাহুআকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে এর সাথে সূরা ইখলাস পড়ে আবার আল্লাহুআকবর বলে হাত কান বরাবর উঠিয়ে আবার হাত বেঁধে এই দোয়াটি পড়ে থাকি। এটাই হলো 'বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম'।
বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম নিচে দুটি হাদিস উল্লেখ করলাম।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেনঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুর পরে দোয়া কুনুত পড়তেন।
সাহাবী হযরত কা’ব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেনঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতির নামাজে রুকুর আগে কুনুত পড়তেন।
সুতরাং উপরোক্ত দুটি হাদিস থেকে বুঝা গেলো বিতর নামাজে দোয়া কুনুত আগে রুকুর আগে ও পরে যার যেভাবে ইচ্ছা পড়তে পারবে।
বিতর নামাজে দোয়া কুনুত না পারলে?
কেউ বলেন বিতর নামাজে দোয়া কুনুত পড়া সুন্নাহ। আবার কেউ বলেন মুস্তাহাব। বিভিন্ন মাযহাবে সুন্নাহ এবং মুস্থাহাব বলা হলেও এই দোয়া কে সুন্নাহ হিসেবেই বেশি জোর দেয়া হয়ে থাকে। যেহেতু এটি আমাদের প্রিয় নবীজির সুন্নাহ সেহেতু এটি পড়তে না পারলে সমস্যা বা, বড় কোন গুনাহ হবে না। কিন্তু এ কথা বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই দোয়া কুনুত বিতর নামাজে পাঠ করা খুবই উত্তম।
যদি কোন মুসলমান বিতর নামাজে দোয়া কুনুত না পারেন তাহলে করনীয় কি? তাহলে করনীয় হলো ইস্তেগফার জাতীয় কোন দোয়া পড়ে নিলেও চলবে। তবে দোয়া কুনুত মুখস্থ করে নেয়া ই উত্তম হবে যত দ্রুত সম্ভব। হাদিসে যা বলা হয়েছে সেটা পড়াই উত্তম।
অনেকেই জানতে চান 'দোয়া কুনুত না জানলে আপনি কি যেকোনো দোয়া পড়তে পারবেন?' এই প্রশ্নের উত্তর হলোঃ হ্যাঁ, পড়তে পারবেন আপনি যা জানেন। সহজে ও সংক্ষেপে পড়ার জন্য ربنا آتنا فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار এটা পড়তে পারেন।
আরো সহজে পড়ার জন্য أَللّهُمَّ اغْفِرْ لَنَا এটা পড়তে পারেন তিনবার। তবে দোয়া কুনুত মুখস্থ করে নেয়াই হবে সর্বোত্তম।
বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে?
বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে কি সিজদা সাহু দিতে হবে? আলেমগণ মনে করেন এতে সাহু সিজদা দেয়ার দরকার নেই। দোয়া কুনুত পড়াটা যেহেতু সুন্নাহ, সেহেতু সাহু সিজদা দেয়ার প্রয়োজন নেই।
তবে ইমাম আবু হানিফা (রহ.)-এর মাজহাব অনুযায়ী দোয়া কুনুত যেহেতু ওয়াজিব, সেহেতু বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে।
বিতর নামাজে কি দোয়া কুনুত ছাড়া নামাজ হবেনা?
এটা আসলে একটা ভ্রান্ত ধারণা যে বিতর নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে না। বিতর নামাজে কি দোয়া কুনুত ছাড়া নামাজ হবেনা? উত্তরঃ অবশ্যই হবে। দোয়া কুনুত ছাড়া অন্য যে কোন দোয়া দিয়েও পড়ে নেয়া যাবে। দোয়া কুনুত মুখস্থ হবার আগ পর্যন্ত যে কোন দোয়া দিয়ে পড়ে নেয়া যাবে।
দোয়া কুনুত ছাড়া কি বিতরের সালাত পড়া যাবে?
দোয়া কুনুত যেহেতু সুন্নাহ, সেহেতু কেউ যদি এটি না জানে তাহলে সে কি বিতরের নামাজ পরবে না?, দোয়া কুনুত ছাড়া কি বিতরের সালাত পড়া যাবে? উত্তর অবশ্যই যাবে। দোয়া কুনুত মুখস্থ হবার আগ পর্যন্ত আপনি অন্য যে কোন দোয়া দিয়েও বিতর সালাত পড়ে নিতে পারবেন। যেহেতু 'আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা' পড়া সুন্নত সেহেতু দোয়া কুনুত মুখস্থ করে নেয়াই হবে উত্তম কাজ। দোয়া কুনুত'কে সালফে সালেহীনগণ অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি
দোয়া কুনুত সহজে কিভাবে মুখস্থ করা যায়? , দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি কি? এটি সহজে মুখস্থ করার জন্য একটি একটি কাগজে ছাপিয়ে নিন। এরপর কাগজটিকে আপনি যেই ঘরে বেশি থাকেন বা যেখানে বেশি সময় কাটান সেখানে দেয়ালে আটকে দিন বা, ঝুলিয়ে দিন। চোখ পড়লেই কয়েক শব্দ কয়েক শব্দ করে মুখস্থ করে নিন। খুব কম সময়ে মুখস্থ হয়ে যাবে - - - ইনশাআল্লাহ্।
দোয়া কুনুত এর ফজিলত
ইসলামের ইতিহাস থেকে জানা যায়, যখনই মুসলমানদের উপর কোনো সমস্যা বা, দুর্যোগ বা, বিপর্যয় আসতো তখনই নবী কারীম (সঃ) দোয়া কুনুত পাঠ করে আল্লাহ্র কাছে দোয়া করতেন। আরো জানা যায় তিনি বিতর, ফজরের সময় এবং কখনও কখনও সারা বছর অন্যান্য নামাজের সময় এটি পাঠ করতেন। শেষ নবীর উম্মত হিসেবে আমরাও যে কোন বালা মসিবতে এই দোয়া টি আমল করলে আল্লাহ্ আমাদের দিকে অবশ্যই ফিরে চাইবেন।
দোয়া কুনুত এর ফজিলত ও গুরুত্ব নিয়ে আরো জানুনঃ দোয়া কুনুত এর ফজিলত ও গুরুত্ব - দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি
আমাদের প্রচেষ্টা থাকবে নিয়মিত এই দোয়া আমল করার। দোয়া কুনুত এর ফজিলত বুঝার মাধ্যমে আমাদের জীবনে আসবে মহান আল্লাহ্ পাকের অফার ক্ষমা ও দয়া।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেনঃ
আমি একরাতে নবী (সঃ) -এর কাছে ছিলাম।
তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামায পড়লেন।
এরপর উঠে বিতর পড়লেন।
প্রথম রাকাতে ফাতিহার পর সূরা আ’লা পাঠ করলেন।
এরপর রুকু ও সিজদা করলেন।
দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরূন পাঠ করলেন এবং রুকু-সিজদা করলেন।
তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন।
এরপর রুকুর আগে দোয়া কুনূত পড়লেন।
এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরবো ইনশা-আল্লাহ।
দোয়া কুনুত ছবি
ছবিতে দোয়া কুনুত দেখুন। অনলাইন থেকে পাওয়া কিছু দোয়া কুনুত ছবি।

দোয়া কুনুত বাংলা ছবি
দোয়া কুনুতের বাংলা ছবি। দোয়া কুনুত বাংলা ছবি গুলো অনলাইন থেকে নেয়া হয়েছে।

দোয়া কুনুত তেলাওয়াত | দোয়া কুনুত ভিডিও
সুমধুর কন্ঠে দোয়া কুনুত তেলাওয়াত শুনুন। দোয়া কুনুত ভিডিও সহ। তেলাওয়াতটা এতো মোহনীয়; কন্ঠটা এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না ।
দোয়া কুনুত ডাউনলোড pdf
নিচে দোয়া কুনুত এর পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হলো।
দোয়া কুনুত ডাউনলোড pdfদোয়া কুনুত mp3 download
ডাউনলোড করে রাখতে পারেন দোয়া কুনুত। অথবা শুনতেও পারেন এখান থেকে।
দোয়া কুনুত Mp3 DownloadIstighfar Blog থেকে আরো পড়ুন...
দোয়া কুনুত বাংলা থেকে কি কি জানলাম?
কি কি জানলাম আজকের এই 'দোয়া কুনুত বাংলা' পোস্ট থেকে? আসুন চুম্বক অংশ গুলো আরেকবার দেখে নিই।
- দোয়া কুনুত বাংলা
- দোয়া কুনুত বাংলা অর্থসহ
- দোয়া কুনুত বাংলা, আরবী, এবং ইংরেজি
- কুনুতে নাজেলা বাংলা অর্থসহ
- বিতর নামাজে দোয়া কুনুত বাংলা
- বিতরের নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম
- দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি
- দোয়া কুনুত এর ফজিলত
এর পাশাপাশি আরো জেনেছি দোয়া কুনুত মানে কি? , দোয়া কুনুত শব্দের অর্থ কি?, দোয়া কুনুত কখন পড়তে হয়?, দোয়া কুনুত কোন সূরার অংশ?, বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম কি?, বিতর নামাজে দোয়া কুনুত না পারলে?, বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে?, বিতর নামাজে কি দোয়া কুনুত ছাড়া নামাজ হবেনা?, দোয়া কুনুত ছাড়া কি বিতরের সালাত পড়া যাবে? ইত্যাদি প্রশ্নের উত্তর।
মহান আল্লাহ্ পাকের নৈকট্য লাভের যে দোয়া গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো 'দোয়া কুনুত'। তাই চেষ্টা করুন দোয়া কুনুত মুখস্ত রাখার এবং নিয়মিত আমল করার।
দোয়া কুনুত বাংলা | দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারন: শেষকথা
ধন্যবাদ আপনাকে 'দোয়া কুনুত বাংলা | দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারন ও অর্থ সহ' বিষয়ক এই আয়োজনের সাথে থাকার জন্য। আপনার কোন জিজ্ঞাসা, মন্তব্য ও পরামর্শ থাকলে তা আমাদের জানান কমেন্ট এর মাধ্যমে। 'ইস্তেগফার ব্লগ'-এর সাথে থাকুন।