দোয়া কুনুত বাংলা- Dua Qunoot Bangla
দোয়া কুনুত এর ফজিলত ও গুরুত্ব জানার আগে চলুন দোয়া কুনুত নিয়ে কিছু সাধারণ তথ্য জেনে নেয়া যাক। অবশ্য ইস্তেগফার ব্লগ এর আগের একটি পোস্ট এ আমরা দোয়া কুনুত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই আর্টিকেল টি পড়ুনঃ দোয়া কুনুত বাংলা | দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারন ও অর্থ সহ। তো চলুন আজ আমরা জানবো দোয়া কুনুত এর ফজিলত, দোয়া কুনুত এর গুরুত্ব এবং এর পাশাপাশি দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি'ও নেজে নিবো ইনশাআল্লাহ্।

দুআ কুনুত আরবী
নিয়ে দোয়া কুনুত আরবী ছবি সহ দেয়া হলো।
اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দুআ কুনুত বাংলা উচ্চারণ
নিচে দোয়া কুনুত বাংলা উচ্চারণ ছবি সহকারে দেয়া হয়েছে।
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈ’নুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ব।

দুআ কুনুত বাংলা অর্থসহ
দোয়া কুনুত বাংলা অর্থসহ; Dua Qunoot With Bangla Meaning.
হে আল্লাহ! আমরা আপনার কাছেই সাহায্য কামনা করি। আপনার কাছেই ক্ষমা চাই, আপনার প্রতিই ঈমান রাখি, আপনার ওপরই ভরসা করি এবং সকল মঙ্গল আপনার দিকেই ন্যস্ত করি। আমরা আপনার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা আপনারই দাসত্ব করি, আপনার জন্যই নামায পড়ি এবং আপনাকেই সিজদা করি। আমরা আপনার দিকেই অগ্রসর হই ও এগিয়ে যাই। আমরা আপনার রহমত'ই আশা করি এবং আপনার আযাব কে ভয় করি। আর আপনার আযাব তো কাফেরদের জন্যই র্নিধারিত।
দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ ছবি
নিচে দোয়া কুনুত এর ছবি দেয়া হলো। এগুলো সেভ করে রাখুন আপনার মোবাইলে। ছবি দেখে দেখে দোয়া কুনুত মুখস্ত করা অনেক সহজ হয়ে যাবে... ইনশাআল্লাহ্।

দোয়া কুনুত ডাউনলোড pdf
যারা পিডিএফ চান তাদের জন্য নিচে একটি ডাউনলোড লিংক দেয়া হলো দোয়া কুনুত ডাউনলোড pdf। চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।
দোয়া কুনুত ডাউনলোড pdfদোয়া কুনুত অডিও Mp3 ডাউনলোড
হৃদয় বিগলিত করা অত্যন্ত সুরেলা ও মোহনীয় কণ্ঠে দোয়া কুনুত অডিও তিলাওয়াত শুনুন।
মাশাআল্লাহ... ❣️ মনটা জুড়িয়ে গেছে আশাকরি! আমি যত শুনি তত মুগ্ধ হয়ে যাই! মহান আল্লাহ তায়ালা আমাদের দ্বীনের পথে অবিচল রাখুন।
দোয়া কুনুত এর ফজিলত
দোয়া কুনুত এর ফজিলত অনেক। কুরআন ও হাদিসে অনেক দোয়া আছে মহান আল্লাহ্ তায়ালার কাছে ক্ষমা চাওয়ার। তাঁর মধ্যে একটি হলো এই দোয়া কুনুত। চলমান জীবনে হতাশা, সমস্যা, নিরাশা, দুর্যোগ, ব্যর্থতা, বিপর্যয় এসব আসবেই। এসব থেকে মুক্তির জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ্র কাছেই সাহায্য চাইতে হবে। দোয়া কুনুত হলো এমনই একটি দোয়া যেটির মাধ্যমে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লামও দোয়া করতেন। আমরাতো শেষ নবীর উম্মত। তাই আমাদেরও উচিৎ এই দোয়া কুনুত আমল করা, দোয়া কুনুতের মর্মার্থ বুঝা, দোয়া কুনুত এর ফজিলত অনুধাবন করা।
দোয়া কুনুত এর ফজিলত কি?
দোয়া কুনুত এর ফজিলত আসলে কি? দোয়া কুনুত এর ফজিলত এর কথা বলতে গেলে কিছু কথা বলতেই হয়। আমরাতো শেষ নবীর উম্মত। নবীর শাফায়াত ছাড়া আমরা কোন কিছুতেই জান্নাত লাভের আশা করতে পারিনা। নবী আমাদের শিখিয়ে গেছেন আমাদের ভুল, পাপ এর জন্য আল্লাহ্র কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। ক্ষমা পাওয়া, মাপ পাওয়া, মাপ চাওয়ার দোয়া গুলোর মধ্যে দোয়া কুনুত অন্যতম। দোয়া কুনুত এর বাংলা অর্থ যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দোয়া কুনুত এর ফজিলত কতখানি!
দোয়া কুনুত এর গুরুত্ব
দোয়া কুনুত এর গুরুত্ব অনেক। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ ইস্তেগফার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম এই দোয়া বিতর নামাজের শেষ রাকাতে পড়তেন। রাসুলের উম্মত হিসেবে আমাদেরও উচিৎ দোয়া কুনুত পড়া এবং দোয়া কুনুত এর গুরুত্ব অনুধাবন করা।
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি কি?
দোয়া কুনুত কিভাবে সহজে মুখস্ত করবেন? দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি কি? ফজিলতময় ও গুরুত্বপূর্ণ এই দোয়াটি সকলের মুখস্ত থাকা খুবই জরুরি। দোয়া কুনুত সহজে মুখস্ত করার জন্য এখানে আমরা আর্টিকেল এ যে ছবি গুলো দিয়েছি সেগুলো সেভ করে রাখতে পারেন। অবসরে কিংবা কাজের ফাঁকে পড়লে ধীরে ধীরে দোয়া কুনুত মুখস্ত হয়ে যাবে।
দোয়া কুনুত মুখস্ত করার সহজ উপায় কি?
কি উপায়ে দোয়া কুনুত সহজে মুখস্ত করা যায়? দোয়া কুনুত মুখস্ত করার সহজ উপায় কি? এজন্য একটি কাজ করতে পারেন। যেটি আমিও করে থাকি। কোন দোয়া মুখস্থ করার জন্য আমি উক্ত দোয়াটি একটি কাগজে প্রিন্ট করে নিই। এরপর কাগজ টি ডাইনিং রুম কিংবা শোবার ঘরে দেয়ালে টাঙ্গিয়ে দিই। যখনই চোখ পরে কয়েক শব্দ করে পড়ে নিই এবং মুখস্ত করার চেষ্টা করিন। দোয়া কুনুত সহজ উপায়ে মুখস্থ করার জন্য আপনিও একই কাজ করতে পারেন। ভেঙ্গে ভেঙ্গে কয়েক শব্দ করে পড়তে পড়তে এক সময় পুরো দোয়াটি মুখস্থ হয়ে যাবে... ইনশাআল্লাহ্।

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি [ভিডিও সহ]
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি হিসেবে আমার খুঁজে পাওয়া সবচেয়ে সুন্দর একটা ভিডিও এটা। এতটা সুন্দর আর পাইনি। খুব সহজে মুখস্থ হওয়ার মতো ❤️❤️❤।
আপনি ভিডিওটি মনযোগ দিয়ে দেখলে দোয়া কুনুত অনেক সহজে মুখস্ত হয়ে যাবে... ইনশাআল্লাহ্।
দোয়া কুনুত এর ফজিলত ও গুরুত্ব : শেষকথা
ধন্যবাদ ইস্তেগফার ব্লগ এর আজকের এই 'দোয়া কুনুত এর ফজিলত ও গুরুত্ব - দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি' আয়োজনের সাথে থাকার জন্য। আশাকরি ভাল কিছু জেনেছেন দোয়া কুনুত নিয়ে। দোয়া কুনুত এর ফজিলত আশাকরি ভাল ভাবে বুঝতে ও অনুধাবন করতে সক্ষম হয়েছেন। আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন।