নিয়মিত ইসলামিক ব্লগ পড়তে চোখ রাখুন ইস্তেগফার ব্লগ এ। Sitemap!

Sayyidul Istighfar Bangla | সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?

Sayyidul Istighfar Bangla; সাইয়েদুল ইস্তেগফার দোয়া | সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?; সাইয়েদুল ইস্তেগফার আরবি; Sayyidul Istighfar Bangla pdf;

সাইয়েদুল ইস্তেগফার বাংলাঃ ভুমিকা

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজ আমরা 'ইস্তেগফার ব্লগ' এর এই পোস্ট এর মধ্যমে সাইয়েদুল ইস্তেগফার দোয়া নিয়ে বিস্তারিত জানবো। Sayyidul Istighfar Bangla অর্থসহ বুঝার পাশাপাশি 'সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?', সাইয়েদুল ইস্তেগফার দোয়া কিভাবে আমল করতে হয় এবং এটি কিভাবে আমল করলে ভাল ফজিলত পাওয়া যায়; জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল - সাইয়েদুল ইস্তেগফার দোয়া তা জানবো ইনশা আল্লাহ্‌। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

Sayyidul-Istighfar-Bangla-Istighfar-Blog

সাইয়েদুল ইস্তেগফার

মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠতম দোয়ার নাম হলো ' সাইয়েদুল ইস্তেগফার '। দৈনন্দিন জীবনে আমরা চলতে ফিরতে অনেক গুনাহ করেই যাচ্ছি। জানা অজানা পাপ গুলো থেকে মাফ পাওয়ার অন্যতম উপায় হলো সাইয়েদুল ইস্তেগফার। জীবনের সমস্ত গুনাহ কে মুছে ফেলে উন্নত মর্যাদাপূর্ণ জীবনে পদার্পন করার অন্যতম হাতিয়ার 'সাইয়েদুল ইস্তেগফার দোয়া'

নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার দোয়া আমল করলে মুমিন এর জীবনে শান্তি বর্ষিত হয়, রিজিকের দ্বার প্রসস্থ হয়, ঈমানী চেতনা বাড়ে, জীবন থেকে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। মহান আল্লাহ্‌ পাকের সন্তুষ্টি লাভের অন্যতম শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়েদুল ইস্তেগফার দোয়া

সাইয়েদুল ইস্তেগফার নিজে আমল করার পাশাপাশি নিজের পরিবার-পরিজন কে নিয়মিত আমল করার জন্য উদ্বুদ্ধ করুন।।

সাইয়েদুল ইস্তেগফার দোয়া

পবিত্র কুরআন ও হাদীসে মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা চাওয়ার অসংখ্য আয়াত ও হাদীস আছে। সেগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো 'সাইয়েদুল ইস্তেগফার দোয়া'

নবী করিম সাঃ বলেছেনঃ

"যে মুমিন মুসলমান দিনের বেলায় এই দোয়া (সাইয়েদুল ইস্তেগফার) মন থেকে দৃঢ়তার সাথে পাঠ করবে আর সে দিন সন্ধ্যার আগে মারা যাবে তাহলে সে জান্নাতি হবে। আবার যে মুমিন মুসলমান রাতের বেলায় এই দোয়া (সাইয়েদুল ইস্তেগফার) পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সে জান্নাতি হবে।"
---(সহিহ বুখারী: ৬৩০৬)

তাহলে আমরা কি বুঝলাম এই হাদীস থেকে? সাইয়েদুল ইস্তেগফার --- জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল

  • কেও যদি রাতে সাইয়েদুল ইস্তেগফার পড়ে ঐ রাতে মারা গেলে সে জান্নাতি!
  • কেও যদি দিনে সাইয়েদুল ইস্তেগফার পড়ে ঐ দিনে মারা গেলে সে জান্নাতি!!

সুতরাং জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল সাইয়েদুল ইস্তেগফার আপনি নিজেও আমল করুন। আর একজন দা'য়ী ইলাল্লাহ হিসেবে ইসলামী দাওয়াতী কাজের অংশ হিসেবে প্রচার ও শেয়ার করুন।

সাইয়েদুল ইস্তেগফার আরবি

সাইয়েদুল ইস্তেগফার দোয়াটি আরবিতে দেয়া হলোঃ

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
sayedul-istighfar-arabic-istighfar-blog

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আরবী ভাল করে পড়তে পারেন না। তাদের জন্য সাইয়েদুল ইস্তেগফার আরবি এর বাংলা উচ্চারণ সহ নিচে দেয়া হলো।

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা আনতা রাব্বি,
লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদু, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া আ‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ লাকা বিযাম্বী, ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
sayyidul-istighfar-bangla-uccharon-istighfar-blog

তবে আমার অনুরোধ থাকবে আপনারা 'সাইয়েদুল ইস্তেগফার দোয়া' টি মুখস্থ করে নিবেন। কেননা আরবী থেকে বাংলায় উচ্চারণ লিখলে সঠিক উচ্চারণ মিলেনা অনেক সময়।

Sayyidul Istighfar Bangla

শুধু সাইয়েদুল ইস্তেগফার দোয়া নয়; যে কোন দোয়ার আরবী এর পাশাপাশি যদি বাংলা অর্থসহ জানা থাকে তাহলে সেই দোয়া পড়ার সময় যদি বাংলা অর্থ মনের ভিতর বাজতে থাকে আর বুঝতে পারা যায় কি বলছি বা কি দোয়া চাচ্ছি তাহলে মনের প্রশান্তি অনেকাংশে বেড়ে যায়। বাংলা অর্থসহ বুঝে আমল করলে মনে তৃপ্তি আসে। Sayyidul Istighfar Bangla অর্থসহ বুঝে আমল করলে সেই আমলের গুরুত্ব অনেক বেড়ে যায়। সেজন্য আরবীর পাশাপাশি Sayyidul Istighfar Bangla অর্থসহ জানার চেষ্টা করুন।

সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থসহ

সাইয়েদুল ইস্তেগফার দোয়াটির বাংলা অর্থ নিচে দেয়া হলো।

সাইয়েদুল ইস্তেগফার অর্থ:
‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা।
তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।
(১০৫)(১০৫) . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

সাইয়েদুল ইস্তেগফার আরবি বাংলা অর্থ ও উচ্চারণসহ

সাইয়েদুল ইস্তেগফার আরবি বাংলা অর্থ ও উচ্চারণসহ নিচে দেয়া হলো।

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ
হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।
আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,
وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ
আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,
أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ
আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।
আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী।
فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ
অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।
ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।

উপরে সাইয়েদুল ইস্তেগফার আরবি বাংলা অর্থ ও উচ্চারণসহ পাশাপাশি লাইন বাই লাইন দিয়েছি যাতে অর্থ বুঝতে সহজ হয়।

আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি সকাল বেলা অথবা সন্ধ্যাবেলা সায়্যিদুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় ঈমাণ নিয়ে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।
(বুখারী হাদীস নম্বর, ৭/১৫০, নং ৬৩০৬)

সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?

আমাদের প্রিয় নবী সাঃ প্রত্যেক সকালে এবং বিকালে আমল করতে বলেছেন। সুতরাং সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়? এর উত্তরে আমরা বলতে পারি যে প্রতিদিন সকালে ফজরের পরে এবং প্রতিদিন সন্ধ্যায় মাগরিব এর পরে আমরা সাইয়েদুল ইস্তেগফার দোয়া পড়তে পারি। এটাই সাইয়েদুল ইস্তেগফার আমল করার উত্তম সময়।

Istighfar Blog থেকে আরো পড়ুন...

Sayyidul Istighfar Bangla pdf

Sayyidul Istighfar Bangla; সাইয়েদুল ইস্তেগফার দোয়া; জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল --- সাইয়েদুল ইস্তেগফার এর বাংলা পিডিএফ ডাউনলোড করে রেখে দিতে পারেন। পরবর্তীতে Sayyidul Istighfar Bangla pdf মুখস্থ করতে, পড়তে ও আমল করতে কাজে আসবে।

Sayyidul Istighfar Bangla pdf

জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল - Sayyidul Istighfar Bangla

একজন স্বাচ্ছা ঈমাণদার মুসলমান এর জীবনের মূল টার্গেট হলো জান্নাত। আর জান্নাত লাভের অন্যতম শ্রেষ্ঠ আমলের নাম - সাইয়েদুল ইস্তেগফার

★★ জান্নাত লাভের জন্য একজন আল্লাহ্‌ ও রাসুল-প্রেমী হিসেবে পাঁচটি আমল কখনো ছাড়বেন না - ইনশাআল্লাহ★★

কি সেই পাঁচটি জান্নাত লাভের আমল?

  1. প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ ,
  2. প্রতি রাতে সূরা মূলক তিলাওয়াত ,
  3. সকাল-বিকাল দৃঢ় ঈমাণের সাথে সায়্যিদুল ইস্তেগফার পাঠ ,
  4. ওজুর পরে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাৎ পাঠ এবং
  5. দৃঢ় ঈমাণের সাথে আযানের জবাব দেওয়া এবং আযানের দোয়া পড়া।

এই গুরুত্বপূর্ণ ছোট ছোট আমল গুলো করার জন্য বেশি সময়ের দরকার হয়না। অল্প অল্প আমল আমাদের জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল হবে। আর আমল গুলো খাঁটি ও দৃঢ় ঈমাণের সাথে হলে, অল্প আমলই নাযাতের জন্য যথেষ্ট হবে --- ইনশাআল্লাহ!!!

তো আজকে আমরা জান্নাত লাভের শ্রেষ্ঠতম আমল - সাইয়েদুল ইস্তেগফার, সাইয়েদুল ইস্তেগফার দোয়া এবং Sayyidul Istighfar Bangla নিয়ে অনেক কিছু জানলাম।

  • জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল --- সাইয়েদুল ইস্তেগফার
  • মহান আল্লাহ্‌র নৈকট্য লাভের আমল --- সাইয়েদুল ইস্তেগফার
  • আল্লাহ্‌র রাসুল(সাঃ) এর শাফায়াত লাভের আমল --- সাইয়েদুল ইস্তেগফার

উপসংহার: Sayyidul Istighfar Bangla | সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?

আশাকরি 'Saiyedul Istegfar Bangla | সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?' পোস্ট থেকে ভাল কিছু জেনেছেন। মহান আল্লাহ্‌ আমাদের ছোট ছোট আমল গুলো কে জান্নাত লাভের উচিলা করে দিন; আমাদের ইসলামিক জীবন হোক আরো সুন্দর ও আমলময়। ধন্যবাদ আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এর সাথে থাকার জন্য। জান্নাত লাভের শ্রেষ্ঠ আমল --- সাইয়েদুল ইস্তেগফার প্রতিদিন সকাল বিকাল আমল করা তৌফিক দিন... আমিন।

About the Author

স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.