সূরা কাহাফ এর প্রথম ১০ আয়াত - দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া

সূরা কাহাফ - Surah Kahf

পবিত্র কুরআনের ফজিলতপূর্ণ সূরা গুলোর মধ্যে সূরা কাহাফ অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। সূরা কাহাফ মহাগ্রন্থ আল কুরআনের ১৮ তম সূরা। মক্কায় অবতীর্ণ এই সুরায় আয়াত রয়েছে ১১০ টি আর রুকু আছে ১২টি। অবস্থানের দিক দিয়ে সূরা কাহাফ কুরান শরীফের ১৫তম পারার ১৮নং সুরা।

surah-kahf-first-10-ayat-bangla

ইস্তেগফার ব্লগ এর অনলাইন বাংলা কুরআন বিষয়ক আর্টিকেল এ এর আগে আমরা ' সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ । সূরা মূলক pdf download ' নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো সূরা কাহাফ এর প্রথম ১০ আয়াত নিয়ে। তো চলুন শুরু করা যাক।

surah-kahf-first-10-ayat-pdf

সূরা কাহাফের ১০ আয়াত

সূরা কাহাফের প্রথম ১০ আয়াত [Surah Kahf First 10 Ayat With Bangla Meaning] খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। এই সুরার প্রথম ১০ হায়াতের গুরুত্ব নিয়ে হাদিস আছে। দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফের প্রথম ১০টি দশ আয়াত কে অনেক গুরুত্ব দেয়া হয়েছে।

Istighfar Blog থেকে আরো পড়ুন...

দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া: সূরা আল-কাহফের আমল

শেষ জামানায় মানুষ বিভ্রান্ত হবে দাজ্জাল এর ফিতনার মাধ্যমে। মানুষের চিন্তা-শক্তিতে বিশাল এক ধরনের প্রভাব বিস্তার করবে দাজ্জাল।

  • দাজ্জালের ভয়ানক ফেতনা থেকে বাঁচতে হলে কি করতে হবে?
  • দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল কি?
  • দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কি?
  • দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি?
  • দাজ্জাল থেকে নিরাপদ থাকতে কী আমল করবেন?

উপরোক্ত সকল প্রশ্নের উত্তর হলোঃ সূরা আল-কাহফের প্রথম ১০ আয়াত মুখস্ত করা ও আমল করা।

dajjal-fitna-surah-kahf-first-10-ayat

দাজ্জালের মুখোমুখি হলে তাকে লক্ষ করে সূরা কাহাফের প্রথম দিক থেকে কয়েকটি আয়াত পড়ার কথাও বলা হয়েছে অন্য আরেকটি হাদিসে।

শেষ জামানায় দাজ্জাল এর ফিতনা, মিথ্যুক দাজ্জাল নিয়ে আরো একটি হাদিস পড়ুন নিচের ছবি থেকে।

liar dajjal

সূরা কাহাফের প্রথম ১০ আয়াত [ভিডিও সহ]

ইউটিউবে অনেক ভিডিও দেখলাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত নিয়ে। কলিজা ঠাণ্ডা করা আবেগময় আর আত্মা প্রশান্তকারী কণ্ঠে তিলাওয়াত সহ পেলাম আর আপনাদের জন্য দিলাম এখানে। কেমন হলো বা, কেমন লাগলো জানাবেন সূরা কাহাফের প্রথম ১০ আয়াত; সূরা কাহাফ ১নং থেকে ১০নং আয়াত ।

সূরা কাহাফের প্রথম ১০ আয়াত এর ফজিলত

সূরা কাহাফের প্রথম ১০ আয়াত এর ফজিলত অনেক। সূরা কাহাফ এর প্রথম ১০ আয়াত এর গুরুত্ব নিয়ে অনেক হাদিস আছে। এক হাদিসে আছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী-করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ

যে ব্যক্তি পবিত্র কুরআনের সূরা কাহাফ প্রথম ১০ আয়াত মুখস্ত করবে, সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে।
- - - [সহিহ মুসলিম: ৮০৯; আবু দাউদ: ৪৩২৩]।

সুতরাং বুঝতেই পারছেন সূরা আল-কাহাফ এর প্রথম ১০ আয়াত এর ফজিলত কতখানি! আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত। আপনি যদি সূরা কাহাফ পুরো না জানেন তাহলে অন্তঃত প্রথম ১০ আয়াত মুখস্থ রাখুন।

সূরা আল-কাহফের প্রথম ১০টি আয়াত

সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত নিচে দেয়া হলো। এখানে আরবীর পাশাপাশি বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ দেয়া হয়েছে যাতে সবার বুঝতে সুবিধা হয়।

সূরা আল-কাহফের প্রথম ১০ আয়াত আরবী, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
- - বিসমিল্লাহির রাহমানির রাহীমপরম করুণাময়,
- - - অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০১

সূরা কাহফ ০১ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجَا
- - -আলহামদুলিল্লা-হিল্লাযী~ আংঝালা ‘আলা-আবদিহিল কিতা-বা ওয়ালাম ইয়াজ'আল্লাহু ইওয়াজা।
- - - সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার যিনি নিজের বান্দার প্রতি এ কিতাব নাযিল করেছেন এবং তাতে কোন জটিলতা রাখেননি।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০২

সূরা কাহফ ০২ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنً
- -কাইয়িমাল লিইউংযি'রা বাছাং শাদীদাম মিল্লাদুহু ওয়া ইউবাশশির মু'মিনীনাল্লাযীনা ইয়া মালুনাসসা-লিহা-তি আন্না লাহুম্ আজরান হাছানা।
- - - তিনি একে করেছেন সুপ্রতিষ্ঠিত; যাতে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে এবং সৎকর্মশীল বিশ্বাসীগণ এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার (জান্নাত);

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৩

সূরা কাহফ ০৩ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

مَاكِثِينَ فِيهِ أَبَدًا
- -মা-কিছীনা ফীহি আবাদা।
- - - তারা তাতে অনন্তকাল চিরস্থায়ী অবস্থান করবে।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৪

সূরা কাহফ ০৪ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

وَيُنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدً
- - ওয়া ইউংযি'রাল্লাযীনা কা- লুত্তাখাযাল্লা হু ওয়ালাদা।
- - - এবং তাদেরকেও সতর্ক করে, যারা বলে যে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৫

সূরা কাহফ ০৫ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا
- - মা- লাহুম্ বিহী মিন্ ‘ইলমিওঁ ওয়ালা- লিআ বা-ইহিম্ কাবুরাত কালিমাতাং তাখরুজু মিন্ আফওয়া-হিহিম ইয় ইয়াকূ লূনা ইল্লা কাযি'বা।
- - - এই বিষয়ে তাদের কোনই জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না; তাদের মুখনিঃসৃত বাক্য কি সাংঘাতিক! তারা তো শুধু মিথ্যাই বলে।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৬

সূরা কাহফ ০৬ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفً
- - ফালা’আল্লাকা বা-খি'উন্নাফছাকা আলা আ-ছা-রিহিম ইল্লাম ইউ'মিনূ বিহা-যাল হাদীছি'আছাফা।
- - - তারা কুরআন করীম এর বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবতঃ তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৭

সূরা কাহফ ০৭ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلً
- - ইন্না-জা‘আলনা-মা-আলাল আরদি ঝীনাতাল্লাহা- লিনাবলুওয়াহুম্ আইয়ুহুম্ আহ ছানু 'আমালা।
- - - পৃথিবীর উপর যা কিছু আছে দুনিয়ার শোভা-সৌন্দর্য ও তার চাকচিক্য; আমি সেগুলিকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে উত্তম।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৮

সূরা কাহফ ০৮ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزً
- - ওয়া ইন্না- লাজা-‘ইলূনা মা-আলাইহা সা'ঈদাং জুরুঝা।
- - - আর তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য ময়দানে পরিণত করব।

সূরা কাহাফ বাংলা অনুবাদ সহ: আয়াত ০৯

সূরা কাহফ ০৯ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبً
- - আম্ হাছিবতা আন্না আসহা-বাল কাহফি ওয়ার রাকীমি কা-নূ মিন্ আ-য়া-তিনা ‘আজাবা ।
- - - তুমি কি মনে কর যে, গুহা ও রাকীমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর?

সূরা কাহাফ ১০ নং আয়াত

সূরা কাহফ ১০ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدً
- - ইয আওয়াল্ ফিতইয়াতু ইলাল্কাহফি ফাকা-লূ রাব্বানা আতিনা-মিল্লাদুংকা রাহ মাতাওঁ ওয়া হাইয়ি' লানা- মিন্ আমরিনা-রাশাদা।
- - - যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! তুমি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান কর এবং আমাদের কাজ-কর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর।’

সূরা কাহাফ ১০ আয়াত pdf ডাউনলোড

সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্ত করতে সহজ হবার জন্য নিচে Pdf ডাউনলোড লিংক দেয়া হলো।

সূরা কাহাফ ১০ আয়াত pdf Download

surah-kahf-bangla-pdf

আপনি যদি সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত জানতে চান তাহলে বিস্তারিত পড়ুন এখানেঃ সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত, বাংলা উচ্চারণ ও তেলাওয়াত

Surah Kahf Color Coded : Picture

বর্তমানে কুরআনের গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সূরা গুলো কালার কোডেড ভার্ষণ পাওয়া যায়। নিচে সূরা কাহাফের প্রথম ১০ আয়াতের একটি কালার কোডেড [Surah Kahf Color Coded] ছবি দেয়া হলো।

surah-kahf-pictures-color-coded-first-10-ayat

দাজ্জালের ফিতনা ও সূরা কাহাফঃ শেষকথা

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দিন। সূরা কাহাফ বেশি বেশি তিলাওয়াত করার তাওফিক দান করুন। সূরা কাহাফ এর মর্মার্থ বুঝে তা থেকে শিক্ষা গ্রহণ ও ফজিলত অর্জন করার তাওফিক দান করুন... আমিন।

Next Post Previous Post
1 Comments
  • wealthy stars
    wealthy stars ২৭ অক্টোবর, ২০২৫ এ ৭:৩৫ PM

    The first ten verses of Surah Al-Kahf serve as a shield against the trials of Dajjal, emphasizing faith, patience, and reliance on Allah’s guidance. Reading these verses from surah kahf in roman english helps believers stay spiritually protected and connected to divine truth.

Add Comment
comment url