সূরা কাহাফের শেষ ১০টি আয়াতের ফজিলত, গুরুত্ব এবং বাংলা উচ্চারণ

সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত; সূরা কাহাফের শেষ ১০ আয়াতের তেলাওয়াত; সূরা কাহাফ সম্পূর্ণ PDF ডাউনলোড; সূরা কাহাফের শেষ ১০টি আয়াতের ফজিলত, গুরুত্ব

সূরা কাহাফ: ভুমিকা

সূরা কাহাফের শেষ ১০ আয়াত [Surah Kahf Last 10 Ayat] নিয়ে ইস্তেগফার ব্লগ এর আজকের আয়োজন। এর আগে আমরা জেনেছিলাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত - দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় -নিয়ে। তো চলুন আজকের আলোচনার মূল বিষয় সূরা কাহাফের শেষ ১০টি আয়াতের ফজিলত, গুরুত্ব এবং বাংলা উচ্চারণ নিয়ে।

surah-kahf-last-10-ayat-bangla

সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত

কেয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে অনেকভাবে ভাবে সূরা কাহাফ তিলাওয়াত কথা বর্ণিত হয়েছে। তাঁর মধ্যে অন্যতম হলো সূরা আল-কাহাফ এর শেষ দিক থেকে ১০টি আয়াত তিলাওয়াত করা।

সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত নিয়ে হাদিস

প্রখ্যাত সাহাবী হযরত আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন:

"যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দিক থেকে ১০টি আয়াত তিলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে।"
- - - [মুসনাদ আহমদ ৬/৪৪৬; হাদিস নং ২৭৫৫৬]।

আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দশটি আয়াত তিলাওয়াত করবে, দাজ্জাল বের হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না।"
- - - [মুসনাদে হাকিম; বায়হাকী]।

উপরে উল্লেখিত হাদিস দুটি থেকে বুঝা যাচ্ছে সূরা কাহাফের শেষের ১০ আয়াত এর ফজিলত কতটুকু।

এছাড়াও সূরা কাহাফের শেষ ১০ আয়াতের ফজিলত ও মুখস্থ করার গুরুত্ব নিয়ে মুসলিম শরীফের একটি হাদিস আছে। সেটি হলোঃ "যে ব্যক্তি সূরা কাহাফের শেষ ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে সংরক্ষিত থাকবে। --- [সহীহ মুসলিম শরিফ; হাদিসঃ ৮০৯]।

সূরা কাহাফঃ শেষ ১০ আয়াত

সূরা কাহাফের শেষ ১০ আয়াত বাংলা উচ্চারণ; নিচে সূরা কাহাফ এর শেষের দিকের ১০টি আয়াত দেয়া হলো। এখানে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ সূরা কাহাফের শেষ ১০টি আয়াত উল্লেখ করা হলো।

সূরা আল-কাহফের শেষ ১০টি আয়াতের আরবী, বাংলা উচ্চারণ ও অর্থসহ

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
- - বিসমিল্লাহির রাহমানির রাহীম
- - - পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০১

সূরা কাহফ ১০১ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

ٱلَّذِينَ كَانَتْ أَعْيُنُهُمْ فِى غِطَآءٍ عَن ذِكْرِى وَكَانُوا۟ لَا يَسْتَطِيعُونَ سَمْعًا
- - আল্লাযীনা কা-নাত আ‘ইউনুহুম ফী গিতাইন ‘আন যিকরী ওয়া কা-নূলা-ইয়াছতাতী‘ঊনা ছাম‘আ-।
- - - যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০২

সূরা কাহফ ১০২ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن يَتَّخِذُوا۟ عِبَادِى مِن دُونِىٓ أَوْلِيَآءَ إِنَّآ أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَٰفِرِينَ نُزُلًا
- - আফাহাছিবাল্লাযীনা কাফারূআইঁ ইয়াত্তাখিযূ‘ইবা-দী মিন দূ নীআওলিয়াআ ইন্না আ‘তাদনা-জাহান্নামা লিলকা-ফিরীনা নুঝুলা-।
- - - কাফেররা কি মনে করে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফেরদের অভ্যর্থনার জন্যে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৩

সূরা কাহফ ১০৩ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِٱلْأَخْسَرِينَ أَعْمَٰلًا
- - কুল হাল নুনাব্বিউকুম বিলআখছারীনা আ‘মা-লা-।
- - - বলুনঃ আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৪

সূরা কাহফ ১০৪ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

ٱلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
- - আল্লাযীনা দাল্লা ছা‘ইউহুম ফিল হায়া-তিদদুনইয়া- ওয়াহুম ইয়াহছাবূনা আন্নাহুম ইউহছিনূনা সুন‘আ-।
- - - তারাই সে লোক, যাদের প্রচেষ্টা পার্থিবজীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে, তারা সৎকর্ম করেছে।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৫

সূরা কাহফ ১০৫ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ وَلِقَآئِهِۦ فَحَبِطَتْ أَعْمَٰلُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَزْنًا
- - উলাইকাল্লাযীনা কাফারূ বিআ-য়া-তি রাব্বিহিম ওয়ালিকাইহী ফাহাবিতাত আ‘মালুহুম ফালা-নুকীমুলাহুম ইয়াওমাল কিয়া-মাতি ওয়াঝনা-।
- - - তারাই সে লোক, যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তাঁর সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে। ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি কোন গুরুত্ব স্থির করব না।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৬

সূরা কাহফ ১০৬ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

ذَٰلِكَ جَزَآؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا۟ وَٱتَّخَذُوٓا۟ ءَايَٰتِى وَرُسُلِى هُزُوًا
- - যা-লিকা জাঝাউহুম জাহান্নামুবিমা-কাফারূওয়াত্তাখাযূআ-য়া-তী ওয়ারুছুলী হুঝুওয়া-।
- - - জাহান্নাম-এটাই তাদের প্রতিফল; কারণ, তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রসূলগণকে বিদ্রূপের বিষয় রূপে গ্রহণ করেছে।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৭

সূরা কাহফ ১০৭ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَانَتْ لَهُمْ جَنَّٰتُ ٱلْفِرْدَوْسِ نُزُلًا
- - ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি কা-নাত লাহুম জান্না-তুল ফিরদাওছি নুঝুলা-।
- - - যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৮

সূরা কাহফ ১০৮ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

خَٰلِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا
- - খা-লিদীনা ফীহা-লা-ইয়াবগূনা ‘আনহা-হিওয়ালা-।
- - - সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১০৯

সূরা কাহফ ১০৯ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

قُل لَّوْ كَانَ ٱلْبَحْرُ مِدَادًا لِّكَلِمَٰتِ رَبِّى لَنَفِدَ ٱلْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّى وَلَوْ جِئْنَا بِمِثْلِهِۦ مَدَدًا
- - কুল লাও কা-নাল বাহরু মিদা-দাল লিকালিমা-তি রাববী লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমা-তুরাববী ওয়ালাও জি’না-বিমিছলিহী মাদাদা-।
- - - বলুনঃ আমার পালনকর্তার কথা, লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা, শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও।

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: আয়াত নং ১১০

সূরা কাহফ ১১০ নং আয়াতের আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ নিচে দেয়া হলো।

قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صَٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا
- - কুল ইন্নামাআনা-বাশারুম মিছলুকুম ইউহাইলাইইয়া আন্নামাইলা-হুকুম ইলা-হুওঁ ওয়া-হিদুন ফামান কা-না ইয়ারজূলিকাআ রাব্বিহী ফালইয়া‘মাল ‘আমালান সালিহাওঁ ওয়ালা-ইউশরিক বি‘ইবা-দাতি রাব্বিহীআহাদা-।
- - - বলুনঃ আমি ও তোমাদের মতই একজন মানুষ; আমার প্রতি ওহী প্রেরণ হয় যে, তোমাদের ইলাহই একমাত্র ইলাহ। অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে।

সূরা কাহাফের শেষ ১০ আয়াতের তেলাওয়াত

নিচে সূরা কাহাফ এর শেষ ১০টি আয়াতের তিলাওয়াত Mp3 আকারে দেয়া হলো। সুমধুর কণ্ঠে শুনুন সূরা কাহাফের শেষ ১০ আয়াতের তিলাওয়াত।

reading-surah-kahf-on-friday
Istighfar Blog থেকে আরো পড়ুন...

সূরা কাহাফ সম্পূর্ণ PDF ডাউনলোড

সূরা কাহাফ নিচের লিংক থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নিন। তাহলে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত এবং শেষের ১০ আয়াত উভয়ই পেয়ে যাবেন... ইনশাআল্লাহ্‌

সূরা কাহাফ শেষ ১০ আয়াত pdf

সূরা কাহাফের শেষ ১০ আয়াত: শেষকথা

মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের কে সূরা কাহাফের শেষ ১০ আয়াত এর ফজিলত ও মর্মার্থ বুঝার তৌফিক দিন, নিয়মিত আমল করার তোউফিক দিন...আমিন। সূরা কাহাফ নিয়ে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কে জানাতে পারেন।

About the author

Istighfar Blog
স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।