সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ । সূরা মূলক pdf download

সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ; তাবারাকাল্লাযি সূরা মুলক; সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ । সূরা মূলক pdf download; সূরা মূলক বাংলা উচ্চারণ লেখা Surah Mulk

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 'ইস্তেগফার ব্লগ' আয়োজনে থাকছে 'সূরা মূলক' নিয়ে বিস্তারিত আলোচনা। আজকে আমরা জানবো 'সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ । সূরা মূলক pdf download' নিয়ে। আসলে সূরা মূলক পবিত্র কুরআন শরীফের এমন একটি মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত সূরা যাকে অল্প কিছু কথায় তুলে ধরা কঠিন। তবুও স্বল্প আলোচনায় আমরা সূরা মূলক এর বাংলা উচ্চারণ, সূরা মূলক এর শানে নুযুল, সূরা মূলক এর ফজিলত জানার চেষ্টা করবো - - - ইনশাআল্লাহ্‌

surah-mulk-bangla-uccharon-pdf-download

সূরা মূলক বাংলা

মূলক আসলে এটি একটি আরবী শব্দ। যার বাংলা শাব্দিক অর্থ হলো রাজত্ব, সার্বভৌমত্ব, সর্বময় কর্তৃত্ব ইত্যাদি। এছাড়াও বাংলায় মূলক শব্দটির আরেক রুপ হলো 'মুল্লুক'; যেমন আমরা প্রায়ই বলে থাকি, 'জোর যার, মুল্লুক তাঁর!', কিংবা 'মগের মুল্লুক' ইত্যাদি। এই সূরার শুরুতে মহান আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা তুলে ধরা হয়েছে। মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত হয়েছে।

মহাগ্রন্থ আল-কুরআনের ২৯ নম্বর পারার প্রথম সূরা হলো সূরা মূলক। পবিত্র কুরআনের সর্বমোট ১১৪ টি সূরার মধ্যে সূরা মূলক এর অবস্থান ৬৭ নম্বরে। এটি একটি মক্কায় অবতীর্ণ সূরা, এতে রুকু সংখ্যা ২টি।

সূরা মূলক - সুমধুর ও স্বর্গীয় কণ্ঠে তিলাওয়াত

নিচে একটি ইউটিউব ভিডিও দেয়া হলো। ক্লিক করে সূরা মূলক ভিডিও সহ তিলাওয়াত শুনুন। সুমধুর ও স্বর্গীয় কণ্ঠে সূরা মূলকের তিলাওয়াত ভিডিও সহ শুনুনঃ

সূরা মূলক কত পারায়?

মহাগ্রন্থ আল-কুরানের ২৯ নম্বর পারার প্রথম সূরা হলো সূরা মূলক। মূলত এই সূরার প্রথম কয়েকটি শব্দ থেকে ২৯ তম পারার নামকরণ করা হয়েছে'তাবারাকাল্লাজি। পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা আত-তাহরীম, আর পরবর্তী সূরা হচ্ছে সূরা আল-কলম।

সূরা মূলক পবিত্র কুরআনের কত নম্বর সূরা?

সূরা মূলক মহাগ্রন্থ আল-কুরআনের ৬৭ নম্বর সূরা। পবিত্র কুরানে সর্বমোট সূরার সংখ্যা ১১৪টি। তার মধ্যে পবিত্র কুরানের ৬৭তম সূরা হলো সূরা মূলক

তাবারাকাল্লাযি সূরা মুলক

সূরা মূলক এর শুরু হয়েছে 'তাবারকাল্লাজি' শব্দটি দিয়ে। অর্থাৎ 'তাবা-রকাল্লাযী বিইয়াদিহিল মূলক' এর মধ্যমে শুরু করা হয়েছে সূরা মূলক

সূরা মূলক এর বাংলা উচ্চারণ

আরবি থেকে বাংলা উচ্চারণ সঠিক ভাবে করা সম্ভব নয়। এটি আসলে ভাষা-গত একটি সমস্যা। আরবি একটি সহজ ভাষা। তাই চেষ্টা করুন সূরা মূলক আরবি'তে শিখে নেয়ার জন্য।

কিন্তু অনেকেই আছেন যারা আরবী একেবারেই জানেন না। তাদের জন্য 'সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ ' এখানে আমরা তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক।

সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ

আমরা বাঙ্গালী হিসেবে অনেকেই আরবী পড়তে জানিনা। আবার পড়তে জানলেও অনেকেই এর বাংলা অর্থ বুঝতে পারিনা। বাংলা অর্থসহ বুঝলে যে কোন কিছুর প্রতি একাগ্রতা ও আন্তরিকতা বাড়ে। আর তাই আমরা এখানে সূরা মূলক আরবি ও বাংলা উচ্চারণসহ তুলে ধরবো। শুধু তাই না! এর পাশাপাশি বাংলা অর্থও থাকবে।

surah-mulk-bangla-pdf-tabarakallazi-biyadihil-mulk

সূরা আল মূলক এর আরবি উচ্চারণসহ বাংলা অনুবাদঃ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

- - বিসমিল্লাহির রাহমানির রাহিম

- - - পরম করুণাময় দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০১

সুরা মুলক এর ০১ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

- - তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুল-কু, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর

- - - বরকতময় তিনি যার হাতে সর্বময় সার্বভৌমত্ব, রাজত্ব কর্তৃ্ত্ব। আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০২

সুরা মুলক এর ০২ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

- - আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়া-তা লিইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহছানু ‘আমালাওঁ ওয়া হুওয়াল ‘আঝীঝুল গাফূর।

- - - যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন; যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৩

সুরা মুলক এর ০৩ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ

- - আল্লাযী খালাকা ছাব‘আ ছামা-ওয়া-তিন তিবা-কান মা- তারা- ফী খালকির রাহমা-নি মিন তাফা-উত ফারজি‘ইল বাসারা হাল তারা- মিন ফুতূর।

- - - যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো তফাত বা, অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার তোমার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি কিংবা তফাত দেখতে পাও কি?

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৪

সুরা মুলক এর ০৪ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ

- - ছু ম্মার জি‘ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খা-ছিআওঁ ওয়া হুওয়া হাছীর।

- - - অতঃপর তুমি তোমার দৃষ্টি বার বার ফিরাও; তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৫

সুরা মুলক এর ০৫ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ

- - ওয়া লাকাদ ঝাইয়ান্নাছ ছামাআদ্দুনইয়া- বিমাসা-বীহা ওয়াজা‘আলনা- হা- রুজূমাল লিশশায়া-তীনি ওয়া আ‘তাদনা- লাহুম ‘আযা- বাছছা‘ঈর।

- - - আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৬

সুরা মুলক এর ০৬ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ

- - ওয়া লিল্লাযীনা কাফারূবিরাব্বিহিম ‘আযা- বুজাহান্নামা ওয়াবি’ছাল মাসীর।

- - - যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৭

সুরা মুলক এর ০৭ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ

- - ইযাউলকূফীহা- ছামি‘উ লাহা- শাহীকাওঁ ওয়াহিয়া তাফূর।

- - - যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে। আর তা উথলিয়ে উঠবে।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৮

সুরা মুলক এর ০৮ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ

- - তাকা- দুতামাইয়াঝুমিনাল গাইজি কুল্লামাউলকিয়া ফীহা- ফাওজুন ছাআলাহুম খাঝানাতুহাআলাম ইয়া'তিকুম নাযীর।

- - - ক্রোধে (রাগে, ক্ষোভে) জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবেঃ 'তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি?'

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ০৯

সুরা মুলক এর ০৯ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ

- - কা- লূবালা- কাদ জাআনা- নাযীরুন ফাকাযযাবনা- ওয়া কুলনা- মানাঝঝালাল্লা- হু মিন শাইয়িন ইন আনতুম ইল্লা- ফী দালা- লিন কাবীর।

- - - তারা বলবে, ‘হ্যা, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। তখন আমরা (তাদেরকে) মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাজিল করেননি। তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছো!’

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১০

সুরা মুলক এর ১০ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

- - ওয়া কা-লূলাও কুন্না- নাছমা'উ আও না'কিলুমা- কুন্না-ফীআসহা-বিছছা'ঈর।

- - - তারা আরও বলবেঃ 'যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নাম-বাসীদের মধ্যে থাকতাম না'।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১১

সুরা মুলক এর ১১ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ

- - ফা'তারাফূবিযামবিহিম ফাছুহক্বললিআসহা-বিছ ছা'ঈর।

- - - অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব, ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১২

সুরা মুলক এর ১২ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ

- - ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুওঁ ওয়া আজরুন কাবীর।

- - - নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার / বড় প্রতিদান।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৩

সুরা মুলক এর ১৩ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ

- - ওয়া আছিররূকাওলাকুম আবিজহারূবিহী ইন্নাহূ'আলীমুম বিযা- তিসসুদূ র।

- - - আর তোমরা তোমাদের কথা গোপন কর অথবা তা প্রকাশ কর, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত আছেন।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৪

সুরা মুলক এর ১৪ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ

- - আলা- ইয়া'লামুমান খালাকা ওয়া হুওয়াল্লাতীফুল খাবীর।

- - - যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? অথচ তিনি অতি সূক্ষদর্শী, পূর্ণ অবহিত।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৫

সুরা মুলক এর ১৫ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ

- - হুওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালূলান ফামশূফী মানা-কিবিহা- ওয়া কুলূমির রিঝকিহী ওয়া ইলাইহিন নুশূর।

- - - তিনিই তো তোমাদের জন্য জামিনকে সুগম করে দিয়েছেন; কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ কর এবং তাঁর রিজিক থেকে তোমরা আহার কর। আর তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৬

সুরা মুলক এর ১৬ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ

- - আ আমিনতুম মান ফিছছামাই আইঁ ইয়াখছিফা বিকুমুল আরদা ফাইযা- হিয়া তামূর।

- - - তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৭

সুরা মুলক এর ১৭ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ

- - আম আমিনতুম মান ফিছছামাই আইঁ ইউরছিলা 'আলাইকুম হা-সিবান ফাছাতা'লামূনা কাইফা নাযীর।

- - -না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী!

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৮

সুরা মুলক এর ১৮ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ

- - ওয়া লাকাদ কাযযাবাল্লাযীনা মিন কাবলিহিম ফাকাইফা কা- না নাকীর।

- - - আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল। ফলে কেমন ছিল/কত কঠোর ছিল আমার প্রত্যাখ্যান (এর শাস্তি)?

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ১৯

সুরা মুলক এর ১৯ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ

- - আওয়ালাম ইয়ারাও ইলাত্তাইরি ফাওকাহুম সাফফা-তিওঁ ওয়াইয়াকবিদন । মাইউমছিকুহুন্না ইল্লাররাহমা-নু ইন্নাহূবিকুল্লি শাইয়িম বাসীর।

- - - তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২০

সুরা মুলক এর ২০ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ

- - আম্মান হা-যাল্লাযী হুওয়া জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দূ নিররাহমা-নি ইনিল কাফিরূনা ইল্লা- ফী গুরূর।

- - - রহমান (পরম করুণাময় আল্লাহ্‌ তায়ালা) ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে, যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা শুধু তো ধোঁকায় / বিভ্রান্তিতে পতিত।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২১

সুরা মুলক এর ২১ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ

- - আম্মান হা- যাল্লাযী ইয়ারঝকুকুম ইন আমছাকা রিঝকাহূ বাল্লাজ্জূফী 'উতুওবিওয়া নুফূর।

- - - অথবা এমন কে আছে, যে তোমাদেরকে রিজিক দান করবে, যদি আল্লাহ তাঁর রিজিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২২

সুরা মুলক এর ২২ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

- - আফামাইঁ ইয়ামশী মুকিব্বান 'আলা- ওয়াজহিহী আহদা আম্মাইঁ ইয়ামশী ছাবি ইয়ান 'আলা-সিরা-তিম-মুছতাকীম।

- - - যে ব্যক্তি উপুড় হয়ে মুখের ওপর ভর দিয়ে চলে সে কি অধিক হেদায়াতপ্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে?

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৩

সুরা মুলক এর ২৩ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قُلْ هُوَ الَّذِي أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ

- - কুল হুওয়াল্লাযীআনশাআকুম ওয়া জা‘আলা লাকুমুছছাম‘আ ওয়াল আবসা-রা ওয়াল আফইদাতা কালীলাম মা-তাশকুরূন।

- - - বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা কম ই শোকর কর / কৃতজ্ঞতা প্রকাশ কর।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৪

সুরা মুলক এর ২৪ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ

- - কুল হুওয়াল্লাযী যারাআকুম ফিল আরদিওয়া ইলাইহি তুহ-শারূন।

- - - বলুন, ‘তিনিই তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে’।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৫

সুরা মুলক এর ২৫ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

- - ওয়া ইয়াকূলূনা মাতা-হা-যাল ওয়া'দুইন কুনতুম সা-দিকীন।

- - - আর তারা(কাফের'রা) বলে, ‘সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে?, যদি তোমরা সত্যবাদী হও?’।

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৬

সুরা মুলক এর ২৬ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قُلْ إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ

- - কুল ইন্নামাল 'ইলমু'ইনদাল্লা- হি ওয়া ইন্নামাআনা নাযীরুম মুবীন।

- - - বলুন, ‘এ বিষয়ের জ্ঞান মহান আল্লাহর'ই কাছে। আর আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী মাত্র’!

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৭

সুরা মুলক এর ২৭ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَدَّعُونَ

- - ফালাম্মা-রাআওহু ঝুলফাতান ছীআত ঊজূহুল্লাযীনা কাফারূওয়া কীলা হা-যাল্লাযী কুনতুম বিহী তাদ্দা'ঊন।

- - - অতঃপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে, তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবেঃ ‘এটাই হলো তা, যা তোমরা দাবী করছিলে। এটাই তো তোমরা চাইতে!’

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৮

সুরা মুলক এর ২৮ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَنْ مَعِيَ أَوْ رَحِمَنَا فَمَنْ يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ

- - কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লা-হু ওয়া মাম্মা‘ইয়া আও রাহিমানা- ফামাইঁ ইউজীরুল কা-ফিরীনা মিন ‘আযা-বিন আলীম।

- - - বলুন, ‘তোমরা কি ভেবে দেখেছ-যদি আল্লাহ তা’আলা আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?’

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ২৯

সুরা মুলক এর ২৯ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

لْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ

- - কুল হুওয়াররাহমা-নুআ-মান্না-বিহী ওয়া'আলাইহি তাওয়াক্কালনা-, ফাছাতা'লামূনা মান হুওয়া ফী দালা-লিম মুবীন।

- - - বলুন, ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর ওপর তাওয়াক্কুল করেছি (তাঁরই উপর ভরসা করেছি।)। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে / পথ-ভ্রষ্টতায় রয়েছে’?

সুরা মুলক বাংলা উচ্চারণসহ: আয়াত ৩০

সুরা মুলক এর ৩০ নম্বর আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিচে দেয়া হলো:

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ

- - কুল আরা-আইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইঁ ইয়া'তী-কুম বিমাইম-মা'ঈন।

- - - বলুন, ‘তোমরা ভেবে দেখেছ কি? যদি তোমাদের পানি ভূ-গর্ভে চলে যায়, তাহলে কে তোমাদেরকে প্রবাহমান পানি সরবরাহ করবে?’

সূরা মূলক বাংলা উচ্চারণ pdf download

আপনি চাইলে নিচের ডাউনলোড লিংক থেকে সূরা মূলক বাংলা উচ্চারণ pdf download করে রাখতে পারেন।

সূরা মূলক বাংলা উচ্চারণ pdf Download

আর যদি আপনার সময় না থাকে ডাউনলোড করে সূরা মূলক বাংলা উচ্চারণ pdf পড়ার, তাহলে নিচে স্লাইডশেয়ার লিংক থেকেও পড়ে নিতে পারবেন। চারটি ভাল কোয়ালিটির স্লাইড, স্পষ্ট অক্ষরে সূরা মূলক বাংলা উচ্চারণ ও অর্থসহ

সূরা মূলক বাংলা উচ্চারণ pdf download slideshare

সূরা মূলক mp3 download

সুমধুর কন্ঠে শুনুন সূরা মূলক mp3, চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন।

জীবনে অনেক গান অনেক কিছু শুনেছেন, আজ অন্ততঃ কানে হেডফোন লাগিয়ে সূরা মূলক তিলাওয়াত টি শুনুন। ৭ মিনিটের জন্য হারিয়ে যান কল্পনার রাজ্যে! আহ! মধুর তেলাওয়াত, কলিজা ঠান্ডা করার জন্য যথেষ্ট!! আমি নিজেও অনেক বার শুনছি, যতবার শুনি তত ই ভালোলাগে, বার বার শুনতে মন চায় কেবল!

সূরা মূলক mp3 download করে নিন নিচের লিংক থেকে।

সূরা মূলক mp3 download

সূরা মূলক বাংলা উচ্চারণ লেখা

নিচে সূরা মুলক বাংলা উচ্চারণ লেখা সহ একটি ছবি দেয়া হলোঃ

surah-mulk-bangla-uccharon-picture-istighfar-blog

ছবিটি যদিও একটু ঝাপসা! সাইটের স্পিড গত সমস্যার কারণে ভাল কোয়ালিটির সূরা মূলক বাংলা উচ্চারণ লেখা ছবি দিতে পারলাম না!! সূরা মূলক এর ৩০ আয়াত একটি ছবিতে তাও কম সাইজে দেয়া আসলে সম্ভব না। তবে চিন্তার কোন কারণ নেই। আপনি গুগল ড্রাইভ থেকে সূরা মূলক বাংলা উচ্চারণ লেখা ছবিটি নিতে পারবেন।

সূরা মূলক বাংলা উচ্চারণ লেখা Download

Disclaimer:

সুরা মুলক এর বাংলা উচ্চারণ, বাংলা অনুবাদে কোথাও কোন গরমিল থাকলে অবশ্যই জানাবেন। ইস্তেগফার ব্লগ এর মূল লক্ষ্য হলো সঠিক তথ্য আপনাদের মাঝে ছড়িয় দেয়া। কোথাও কোন ভুল-ভ্রান্তি পেলে তা জানাতে ভুলবেন না।

সূরা মূলক এর বাংলা উচ্চারণ: উপসংহার

ধন্যবাদ আপনাকে ইস্তেগফার ব্লগ -এর আজকের এই ' সূরা মূলক এর বাংলা উচ্চারণসহ । সূরা মূলক pdf download ' বিষয়ক আয়োজনের সাথে থাকার জন্য। সূরা মূলক নিয়ে আপনার জানা স্পেশাল কোন তথ্য থাকলে কমেন্ট এর জানানো আপনার ঈমানী দায়িত্ব। আপনার জানানোর মাধ্যমে অন্যান্য মুমিন মুসলমান ভাইদেরও জানা হবে। আপনার কোন মন্তব্য অথবা পরামর্শ থাকলে তাও জানাবেন প্লিজ। আজ এখানেই বিদায় নিলাম। আবারো কথা হবে আলোচনা হবে নতুন কোন টপিক নিয়ে। - - - জাযাকাল্লাহ খাইরান

About the author

Istighfar Blog
স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।