সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ - সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি

কিভাবে সুরা মুলক মুখস্থ করা সহজ হবে?; সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি; সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ - সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি; Surah Mulk

সূরা মূলক: শুরুর কথা

সূরা মূলক মহাগ্রন্থ আল কুরআনের ফজিলতপূর্ণ সূরা গুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা। আর সকলেরই তাই লক্ষ্য থাকে এই সুরাটি মুখস্থ রাখার। ইস্তেগফার ব্লগ এর আজকের আয়োজনে থাকছে সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ বা, 'সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি ' নিয়ে।

সূরা-মূলক-মুখস্ত-করার-সহজ-পদ্ধতি-surah-mulk-easy-to-memorize

সূরা মুলকের ফজিলত

সূরা মূলক-এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। যেমন প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ

"পবিত্র কোরান শরীফে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারী ক্ষমা করে না দেয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সেই সূরাটি হলো - তাবারাকাল্লাযি বিয়াদিহিল মূলকু অর্থাৎ সূরা আল-মূলক"।
- - - [আবু দাউদ শরিফ হাদিস নং: ১৪০২; তিরমিজি শরিফ হাদিস নং: ২৮৯১; ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯]।

সূরা মুলকের ফজিলত নিয়ে অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, - - "আমার মন চায় প্রত্যেক মুমিনের অন্তরে যেনো সূরা মূলক মুখস্ত থাকে।"
- - - [বায়হাকী, শুআবুল ইমান-২৫০৭]।

সূরা মুলকের ফজিলত নিয়ে আরেকটি হাদিসে আছে, - - - "আর যে ব্যক্তি নিয়মিত সুরা মূলক আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে।"
- - - [তিরমিজি-২৮৯০; মুসতাদরাকে হাকেম]।

হাদীস শরিফে আছে - - - "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতে সুরা মূলক তিলাওয়াত না করে ঘুমাতেন না।"
- - - [তিরমিজি-২৮৯২; হিসনে হাসিন]।

কিভাবে সুরা মুলক মুখস্থ করা সহজ হবে?

হয়তো আপনি ভাবছেন ৩০ আয়াত মুখস্থ করা তো বেশ কঠিন! আমি কিভাবে সূরা মূলক মুখস্থ করবো? কিংবা ভাবছেন কিভাবে সুরা মুলক মুখস্থ করা সহজ হবে? আজ আমরা এই পোস্ট এর মাধ্যমে খুব সহজে কিভাবে সূরা মূলক মুখস্ত করা যায় সেটা নিয়েই আলোচনা করবো . . . ইনশাআল্লাহ্‌

সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ

তো চলুন সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ গুলো জেনে নিই একে একে। নিচে কয়েকটি ধাপে সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি আলোকপাত করা হলো।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০১

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি'র প্রথম ধাপে আপনি প্রতিদিন ১ আয়াত করে মুখস্ত করুন। সাথে পারলে বাংলা অর্থসহ মুখস্ত করবেন। অর্থসহ মুখস্ত করার মজা নামাজে যখন আপনি এটা তিলাওয়াত করবেন তখন বুঝতে পারবেন; ইনশাআল্লাহ্‌ অনেক ফায়দা হবে। ইনশা আল্লাহ্‌, আল্লহ তা'আলা আপনার জন্য সূরা মূলক মুখস্ত করা সহজ করে দিবেন।

ওইদিন নামাজের পর সেদিনের আয়াতটি ৫/১০ বার পড়বেন। যাঁরা আরবিতে পড়তে পারেন তাঁরা অবশ্যই আরবি দেখে পড়বেন / মিলিয়ে নিবেন। শুধু যাঁরা একদম পারেন না তাঁরা তিলাওয়াত শুনে মিলিয়ে পড়বেন। আমরা সবাই যেহেতু স্মার্টফোন ব্যবহার করি সেহেতু স্মার্টফোনে ওয়ালপেপার / লকস্ক্রীন হিসেবে সূরা মূলক ছবি সেট করে যখন যতবার ইচ্ছা চোখ বুলিয়ে নিবেন।
surah-mulk-easy-to-memorize-challenge-wallpaper

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০২

দ্বিতীয় ধাপে ঘুমানোর আগে মোবাইলে মূলক শুনবেন অথবা পড়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৩

এই ধাপে আগের আয়াতগুলো ভালো ভাবে মুখস্থ হোক বা না হোক রিভিশন দিবেন।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৪

চতুর্থ ধাপে দুয়া করবেন। খালেছ বা সহীহ নিয়তে মহান আল্লাহ্‌ কে বলবেন তিনি যেন আপনার জন্য সুরা মুলক আত্মস্থ ও মুখস্থ করা সহজ করে দেন।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৫

পঞ্চম ধাপে যেদিন যে আয়াত মুখস্থ করছেন,সেটার বাংলা অর্থটাও জেনে নেওয়ার চেষ্টা করবেন।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৬

এই ধাপে যে পর্যন্ত মুখস্থ হয়েছে সে আয়াতগুলো দিয়ে প্রতি ওয়াক্তের নামাজে তিলাওয়াত করবেন বা, পড়বেন।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৭

ব্যস্ততার কারণে হোক কিংবা কোন কারণে যদি কোনদিনের আয়াত মুখস্থ করতে না পারেন তাহলে ধৈর্য ধরবেন। হতাশ হবেন না। একটু কষ্ট করে হলেও একসাথে গত ২দিনের আয়াত গুলো মুখস্থ করে নিবেন... ইনশা'আল্লাহ্‌।

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: ধাপ-০৮

সুরা মুূলক মুখস্থ চ্যালেঞ্জ শেষ ধাপে একটি পরামর্শ হলো যারা কুরআন পড়তে জানেন না তাদের হতাশ হবার কোন কারণ নেই। আপনারা বারবার অডিও/ভিডিওর সাথে সাথে চর্চা করতেই থাকুন, করতেই থাকুন । আপনাদের কষ্ট বেশি হলেও মুখস্ত হয়ে যাবে... ইনশাআল্লাহ্‌। আর যার যত বেশী কষ্ট হবে এই কুরআন শিখতে আল্লাহ্‌ পাক নেকির দিক থেকেও তাকে অনেক বেশীই দিবেন [সুবহানআল্লাহ্‌]। অতএব হতাশ হবার কোন কারণ নেই।

Istighfar Blog থেকে আরো পড়ুন...

যারা আরবী পড়তে জানেন না তারা কিভাবে সূরা মূলক মুখস্থ করবেন?

এখন প্রশ্ন হলো 'যারা আরবী পড়তে জানেন না তারা কিভাবে সূরা মূলক মুখস্থ করবেন?' তাদের জন্য সূরা মূলক মুখস্ত করার সহজ উপায় কি? যদি আপনি আরবি পড়তে না জানেন তবে আমি একটা টেকনিক অবলম্বন করুন। অভিজ্ঞ কারো কাছ থেকে কুরআন শিখে নিন,,,,আর শুনে শুনে পারলে এখন সুরা মুলক মুখস্থ করে নিন। আর লজ্জা করবেন না! অনেকে ভাবতে পারেন:

  • আমিতো বড় হয়ে গেছি! আমি কিভাবে এখন কুরআন শিখবো?
  • এই বয়সে কুরান শিখতে গেলে মানুষ কি বলবে?
  • এত বড় সূরা মূলক আমি মুখস্থ করতে পারবো তো?

তাদের জন্য বলছি - না! এটা করবেন না। আপনি কোনো অভিজ্ঞ হুজুর এর কাছ থেকে কুরআন শিখে পরে সূরা মুলক শিখবেন সমস্যা নেই! তারপরেও কুরআন শিক্ষাতে লজ্জা করবেন না প্লিজ। শিখার কোন বয়স নাই। শিখতে গিয়েও লজ্জা করতে নেই! কুরআন শিক্ষা বাধ্যতামূলক এটা মনে রাখবেন অবশ্যই।

এমন হতে পারে হয়ত আপনি খুব উৎসাহ নিয়ে শুরু করেছেন সূরা মূলক মুখস্ত চ্যালেঞ্জ। কিন্তু মাঝপথে একটা আয়াত মুখস্থ হচ্ছে না কিছুতেই। তবে কখনো নিরাশ হবেন না। আপনার এখানে জয় ছাড়া পরাজয়ের কিছু নেই। আপনি যদি পাঁচ আয়াত মুখস্থ হয়, সেই পাঁচ আয়াতই লাভ।আপনি নতুন কিছু আয়াত দিয়ে নামাজ পড়তে পড়বেন।

আরো মজার ব্যাপার হল যদি কখনো খুব মন খারাপ হয় কিংবা বিপদ-আপদ আসে, আর হাতের কাছে কুরআন না থাকে, তাহলে সূরা মূলক -এর এই মুখস্থ আয়াতগুলো পড়ে আল্লহর কাছে আপনি দুয়া করতে পারবেন।

মুখস্থ আয়াত অনুযায়ী আপনাকে হাশরের ময়দানে সম্মানের সিড়ি চড়তে বলা হবে। সেদিন বারবার যদি মনে হয়, আহারে, লকডাউন ছিলো, বাসাতে ছিলাম, আর কয়টা আয়াত যদি বেশি আত্মস্থ করতাম........ আফসোস হয়! যদি আরেকটু আগে থেকে যদি সময় গুলোকে কাজে লাগাতে পারতাম।

সূরা মূলক চ্যালেঞ্জ নিয়ে তো অনেক কথা হলো। ইস্তেগফার ব্লগ এর অনলাইন বাংলা কুরআন আয়োজন থেকে আরো পড়ুনঃ

সূরা মূলক মুখস্ত করার সহজ পদ্ধতি: শেষকথা

মহান আল্লাহ্‌ আমাদের কে সূরা মূলক মুখস্ত চ্যালেঞ্জ এ যেন উত্তীর্ণ করেন সেই কামনাই করি। ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ এ সূরা আমরা যাতে বেশি বেশি আমল করতে পারি সেই দোয়াই কাম্য মহান আল্লাহ্‌র দরবারে...আমিন।

About the author

Istighfar Blog
স্বাগতম আপনাকে 'ইস্তেগফার ব্লগ' -এ আসার জন্য। Istighfar Blog; Top Bangla Islamic Tech Blog. বাংলাদেশের সেরা ইসলামিক টেক ব্লগ হলো ইস্তেগফার ব্লগ

একটি মন্তব্য পোস্ট করুন

অযথা স্পাম না করে গতানুগতিক কমেন্ট করুন। ধন্যবাদ।